‘প্রশান্ত কিশোরকে নিয়ে এলেও মমতার সরকারকে রক্ষা করতে পারবে না বলে’ কটাক্ষ অরবিন্দ মেননের

Published On:

 

পশ্চিম মেদিনীপুর:- প্রশান্ত কিশোর কে নিয়ে এলেও মমতা সরকারকে রক্ষা করতে পারবে না, পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এভাবেই তোপ দাগলেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা অরবিন্দ মেনন। টিএমসি নেতারা তোলাবাজি তে স্নাতকোত্তর পাস করেছে বলেও কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।

 

পাশাপাশি সদস্যতা বিস্তারক অভিযান নিয়েও যথেষ্ট আশাবাদি মেনন। তার দাবি বাংলায় দ্রুত সদস্যতা বাড়াতে সক্ষম হচ্ছে বিজেপি। ইতিমধ্যেই এবারের অভিযানে বাংলায় প্রায় ৪০ লক্ষ সদস্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বলেও জানান মেনন। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরকে যে বঙ্গ বিজেপি কোনভাবেই জায়গা ছেড়ে দেবে না তা কার্যত পরিষ্কার করে দিলেন কেন্দ্রীয় কমিটির থেকে দায়িত্ব পাওয়া এই বর্ষীয়ান নেতা॥

কামলনাথ জোটঘোটের সরকার বানিয়েছে, সেই সরকার বেশিদিন টিকবে না হুঁশিয়ারি কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেননের। ইতিমধ্যেই কর্নাটকে সরকার করেছি আমরা। এবার মধ্যপ্রদেশ নিয়ে চিন্তাভাবনা শুরু করছে কেন্দ্রীয় বিজেপি দাবি মেননের। গত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের দখল নিয়েছে কামলনাথ সরকার। এবার সেই রাজ্যকে যে নিজের দখলে ফিরিয়ে আনবে তা কার্যত পরিষ্কার করে দিলেন মেনন॥

X