বাংলাহান্ট ডেস্ক : জল্পনা-কল্পনা চলছিল বহুদিন ধরেই। বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মুখোমুখি বৈঠকে ইচ্ছুক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Narendra Modi-Mohammad Yunus)। এই মর্মে বেশ কিছুদিন আগে ঢাকার তরফে আবেদন জানানো হয় দিল্লির কাছে।
মোদি-ইউনূস (Narendra Modi-Mohammad Yunus) বৈঠক
ঢাকার আবেদনে সাড়া দিয়ে আজ ব্যাঙ্ককে ইউনূসের মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত ছিলেন এই বৈঠকে। বাংলাদেশের তরফে এই বৈঠকে অংশ নেন সেদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ও অন্যান্যরা। ঢাকার তরফে সরকারিভাবে আবেদন জানানো হয় এই বৈঠকের বিষয়ে।
আরও পড়ুন : চাকরি হারানোর যন্ত্রণার মাঝেই পাওনাদারদের হামলা! চরম সিদ্ধান্ত ক্যানিংয়ের শিক্ষিকার
যদিও ভারত সরকার এক প্রকার ঝুলিয়ে রেখেছিল বৈঠকের বিষয়টি। কিছুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক প্রসঙ্গে জানান, ‘ঢাকার আবেদন বিবেচনাধীন পর্যায়ে রয়েছে।’ অন্যদিকে একাধিক সূত্র মারফত খবর আসতে থাকে, শুক্রবার ব্যাঙ্ককে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। কিছুদিন আগে চার দিনের চিন সফরে গিয়ে উস্কানিমূলক বক্তৃতা দেন মহম্মদ ইউনূস।
আরও পড়ুন : SSC কাণ্ডে নয়া মোড়! ‘যোগ্য’দের জন্য এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে কমিশন, হবে সুরাহা?
বাংলাদেশের প্রধান উপদেষ্টা দাবি করেন, ভারতের ‘সেভেন সিস্টার’-এর সমুদ্রপথের একমাত্র অভিভাবক বাংলাদেশ। যদিও ইউনূসের (Mohammad Yunus) এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দেন ভারতের বিদেশমন্ত্রী। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর সেদেশে ভারত বিরোধী কার্যকলাপ নজর এড়ায়নি দিল্লির। তারসাথে রয়েছে ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপর লাগামছাড়া অত্যাচার।
সব মিলিয়ে যখন ভারত-বাংলাদেশের দিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, তখন পরিস্থিতি মোকাবিলায় আসরে নামেন স্বয়ং প্রধান উপদেষ্টা। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিছুটা সুর নরম করে ইউনূস বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না রেখে উপায় নেই’। এমনকি ক্ষমতায় আসার পর তাঁর সাথে মোদির কথাও হয়েছে বলে দাবি করেছিলেন ইউনূস।
#WATCH | PM Narendra Modi and Bangladesh Chief Advisor Muhammad Yunus hold a meeting in Bangkok, Thailand pic.twitter.com/4POheM34JJ
— ANI (@ANI) April 4, 2025
রাজনৈতিক বিশ্লেষকদের মত, বিমসটেক শীর্ষ সম্মেলনে মোদির সাথে বৈঠকের বিষয়টি নিশ্চিত করতেই কৌশলগতভাবে সুর নরম করেছেন প্রধান উপদেষ্টা। এরআগে নিউ ইয়র্কে ২০২৪ সালে একবার মোদির সাথে একান্ত বৈঠকের চেষ্টা করেছিলেন ইউনূস (Narendra Modi-Mohammad Yunus)। তবে সেই চেষ্টা সফল হয়নি। অবশেষে থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনে মোদির মুখোমুখি হওয়ার সুযোগ পেলেন ইউনূস।