বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপে ভারতীয় দলের ফর্ম ভালো হলেও সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ই ভারতীয় দলের কোচ বদলের কথা ভাবছে বোর্ড। কোচের জন্য বিজ্ঞাপণও দিয়েছে বি সি সি আই। শুধুমাত্র হেড কোচ নয়, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং একজন প্রশাসনিক ম্যানেজার দের জন্য বিজ্ঞাপণ দিয়েছে বোর্ড। ভারতীয় দলের হেড কোচের পদের জন্য আবেদন জানিয়েছেন অনেক নামি ক্রিকেট তারকারা। আবেদন জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন সিং।
২০০৭-০৯ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ ছিলেন রবিন সিং৷ এছাড়াও ভারতীয়-এ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন তিনি৷ আইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতাও রয়েছেন রবিন সিং-এর৷তবে তিনি শুধু আবেদন জানিয়েই খান্ত হননি, কোচের টানা দুই বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরে যাওয়ার ভিত্তিতে টিম ইন্ডিয়ার বর্তমান কোচেদের অপসারণের দাবি তুলেছেন রবিন সিং।
টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন,” বর্তমান কোচিং স্টাফের অধীন ভারতীয় দল টানা দু’টি বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরেছে৷ শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ চারে হেরেছে ভারত৷ তাই এবার পরিবর্তনের সময় এসেছে৷”শুধু তাই নয়, রবি শাস্ত্রী প্রসঙ্গে রবিন সিং বলেন, ” আমনাকে মানসিকভাবে ম্যাচের মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে। এই অবস্থানে নিজেকে নিয়ে যেতে হবে যাতে দলের পরিস্থিতি এবং ক্রিকেটাররা কী ধরণের অবস্থার মুখোমুখি হচ্ছে। ক্রিকেটারদের মনের মধ্যে ঢুকে যেতে হবে। আপনি তখনই এই সমস্ত কাজ কর্ম করতে পারবেন যখন টেকনিক্যালি আপনি খেলাটাকে বুঝবেন!”
তবে বি সি সি আই সূত্রে খবর যে ভারতীয় দলের খেলোয়াড় দের শাস্ত্রী কে পছন্দ হওয়ায় নিজ স্থানে বহাল থাকতে পারেন তিনি।