সুজিত সরকারের উত্তরপ্রদেশের রূপকথা আর দুই বোনের পুতুল নাচের গল্প নিয়ে ‘গুলাবো এন্ড সিতাবো’ ২৪ শে এপ্রিল ২০২০ সালে মুক্তি পাবে। সেখানে অমিতাভ ও আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে। সেই শুটিং শেষ করে অমিতাভ নিজস্ব ব্লগে লিখেছেন, “ভারতীয় সিনেমার অন্যতম দূরদ্রষ্টা সুজিত সরকার। ৪৫ দিনেরও বেশি আমরা একসঙ্গে থাকলাম। কাজ করলাম। টিমের প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। এছাড়াও সিনিয়রকে সম্মান করার মতো পরম্পরা এরা এখনও বজায় রেখে চলেছে। অনেকদিন পর শান্তিতে কোনও কাজ শেষ করলাম। আবার সুজিতের সঙ্গে কাজ করব এই অপেক্ষায় রইলাম”।
সুজিত সরকার এবং অমিতাভ বচ্চনের সুন্দর সম্পর্কের কথা আমরা জানি। তারা একসাথে বিজ্ঞাপনের কাজ করেছেন তাছাড়া পিকু,পিঙ্ক এমন হিট ফিল্ম করেছেন।
বিগ বি ইনস্টাগ্রমে ছবি দিয়ে পোস্ট করেছেন যে, শুটিং শেষ এবার কেবিসিতে কাজ শুরু করবেন তিনি।