‘হিন্দু-মুসলিম ভাই ভাই’! রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি! জলের বোতল, মিষ্টির প্যাকেট দিলেন মুসলিমরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সকাল থেকেই রাজ্যের নানান প্রান্তে রামনবমীর (Ram Navami) মিছিল বেরিয়েছে। এবার এমনই একটি মিছিলে সম্প্রীতির ছবি ফুটে উঠল। রামনবমীর মিছিলে (Ram Navami Rally) পুষ্পবৃষ্টি করলেন মুসলিমরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হল জলের বোতল, মিষ্টির প্যাকেট। অংশগ্রহণকারীরা বলেন, ‘খুব ভালো লাগছে, গর্ববোধ করছি’।

রামনবমীর (Ram Navami) মিছিলে সম্প্রীতির অনন্য ছবি!

এদিন সকালে মালদায় (Malda) অস্ত্র নিয়ে, ডিজে বাজিয়ে রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছিল। রামনবমী উদযাপন সমিতি এই শোভাযাত্রার আয়োজন করে। গেরুয়া ধব্জা হাতে জয় শ্রী রাম স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছিলেন বহু মানুষ। যে রাস্তা দিয়ে এই শোভাযাত্রা যাচ্ছিল, সেখানে ভারতবর্ষের মানচিত্রের মতো দেখতে একটি বিরাট মালা তৈরি করা হয়েছিল। ফোয়ারামোড়ে যখন মিছিল এগোচ্ছিল, সেই সময় রাস্তার দু’ধারে বেশ কিছু স্টল চোখে পড়ে। যার ওপর একটি ব্যানারে লেখা ছিল, ‘ভ্রাতৃত্বের বন্ধনে আমরা’।

মালদা শহর মুসলিম কমিটির তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। মিছিল লক্ষ্য করে রাস্তার দু’ধার থেকে পুষ্পবৃষ্টি করেন মুসলিমরা। এরপর মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জলের বোতল, মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। একে অপরকে জড়িয়ে ধরে মিষ্টিমুখ করেন তাঁরা।

আরও পড়ুনঃ স্বাধীনতার ৮০ বছর পরেও সরকারি চাকরির অভাব! আক্ষেপ প্রকাশ করে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

রাস্তার দু’পাশে জড়ো হওয়া মুসলিমরা এদিন বলেন, ‘ভীষণ সুন্দর অনুভূতি, সম্প্রীতির অনুভূতি। এটাই ভারতবর্ষ। এত দেশের মধ্যে এটাই… এই ভারত আমাদের সবার ভারত। আমরা সবাই এক। হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা সবাই সম্প্রীতির বার্তা দিতে চাই’।

Ram Navami 2025

এদিকে রামনবমীর (Ram Navami) দিন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, কোনও শোভাযাত্রায় যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে, সেই জন্য তৎপর পুলিশ প্রশাসন। এই আবহে দেখা গেল, সম্প্রীতির অনন্য ছবি। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যখন বাংলায় মেরুকরণের রাজনীতি পরিস্ফুট হচ্ছে, সেই সময় এই সম্প্রীতির দৃশ্যকে অভূতপূর্ব বলছেন অনেকে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X