বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ‘ফুল ফর্মে’ রয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার যেমন রামনবমীর (Ram Navami) দিন সরব হলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ। রামবিরোধী মানে রাষ্ট্রবিরোধী, দাবি করেন তিনি।
রামনবমীর দিন আর কী বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?
রবিবার সকাল থেকেই রামনবমী উপলক্ষ্যে রাজ্যের নানান প্রান্তে পুজো হচ্ছে, মিছিল বেরিয়েছে। এদিন সকালে মেদিনীপুরের গোপগড়ের গোপনন্দিনী মন্দিরে পুজো দেন বিজেপি নেতা দিলীপ। এরপরেই দাবি করেন, রামবিরোধী ও রাষ্ট্রবিরোধী সমার্থক। রামের বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা, বলেন তিনি।
দিলীপের কথায়, ‘যারা রামবিরোধী, তাঁরা রাষ্ট্রবিরোধী। রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। আমরা দু’জনকে সমান চোখে দেখি। রামবিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, তেমনই রাষ্ট্রবিরোধীরাও ধ্বংস হয়ে যাচ্ছে’।
আরও পড়ুনঃ সদ্য হয়েছে DA বৃদ্ধির ঘোষণা! এবার সরকারি কর্মীদের জন্য ‘খারাপ খবর’!
বিজেপি নেতা দাবি করেন, একসময় ভারতের কোণায় কোণায় বন্দুক, মাইন, বোমা ফাটত। তবে এখন সব ঠাণ্ডা হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, ‘রামভক্তরা জেগেছে, রাষ্ট্রবিরোধীরা ঠাণ্ডা হয়ে গিয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, বোম বন্দুকের আওয়াজ কোথাও নেই। শুধু পশ্চিমবঙ্গে রয়েছে’।
দিলীপ আরও বলেন, ‘ভারতে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বগুরু হবে। উন্নত দেশ হবে। আর রামের আদর্শকে নিয়ে এগোবে। সেই কারণে প্রতিনিয়ত রামনবমীকে নিয়ে উৎসবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, উৎসাহ বাড়ছে’।
উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল। ‘ফুল ফর্মে’ দেখা যাচ্ছে দিলীপ ঘোষকেও (Dilip Ghosh)। সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে সরব হয়েছেন তিনি। এবার যেমন রামনবমীর দিন ফের একবার সুর চড়াতে দেখা গেল বিজেপি নেতাকে।