SSC-র পর এবার TET! সোমবার ৩৬ হাজার প্রাথমিক মামালার শুনানি হাইকোর্টে! ফের যাবে চাকরি?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত দু’বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এসএসসি থেকে প্রাথমিক কোনো ক্ষেত্রেই বাদ নেই। সম্প্রতি এই নিয়োগ দুর্নীতির জেরেই (SSC Recruitment Scam) SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার ফলে একধাক্কায় চাকরি খুইয়েছেন প্রায় ২৬০০০ জন। এরই মধ্যে এবার ভয় ধরাচ্ছে প্রাথমিক। নজরে ২০১৬ সালেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা (TET Scam)।

সোমে উঠবে ৩৬ হাজার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামালা- TET Scam

আদালতে চলছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। হাইকোর্ট সূত্রে খবর, SSC চাকরি বাতিলের আবহেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ফের শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাই কোর্টে। জানা যাচ্ছে আগামীকাল সোমবার, ৭ এপ্রিল, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডি‌ভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির জেরে এই মামলায় এক ধাক্কায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (যিনি বর্তমানে বিজেপি সাংসদ)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

এদিকে এই সংক্রান্ত আরেকটি মামলা চলছিল হাইকোর্টে। যেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়।

Calcutta High Court

আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে বাংলায় এল ইন্ডিয়ান আইডল ট্রফি! কে জিতলেন সেরার শিরোপা?

আবার প্রাথমিকে ২০১৪ সালের টেটের ওএমআর শিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। সেই মামলার রায়ের উপরে প্রায় ৬০ হাজার প্রাাথমিক শিক্ষকের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে চাকরি পাওয়া সেই ৩২ হাজারও রয়েছেন। প্রায় এক বছর ধরে এই সমস্ত মামলার শুনানি সেভাবে হয়নি। এবার SSC চাকরি বাতিলের মাঝেই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে শুরু করেছেন মামলাকারীরা। এবার আগামী দিনে কি হয় সেটাই দেখার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X