বাংলা হান্ট ডেস্কঃ সিপিআইএমের (CPIM) কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিলেন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) সহ বাংলার নতুন পাঁচ মুখ। সেই সঙ্গেই পলিটব্যুরোতেও হল রদবদল। বয়সের নিয়মে বাদ পড়লেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra), প্রকাশ কারাত, বৃন্দা কারাত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সুহাসিনী আলি, জি রামকৃষ্ণণ। অন্যদিকে স্থান করে নিলেন শ্রীদীপ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন।
সিপিআইএমের (CPIM) কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিলেন বঙ্গের কারা?
পলিটব্যুরো থেকে এবার বাদ পড়লেন একাধিক হেভিওয়েট। প্রকাশ, বৃন্দা থেকে শুরু করে সূর্যকান্ত, প্রত্যেকেরই ৭৫ বছর পেরিয়ে যাওয়ায় কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরো থেকে বাদ পড়েছেন। তবে বয়সের গণ্ডি পেরিয়ে গেলেও ব্যতিক্রমী হিসেবে রেখে দেওয়া হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়কে।
এদিকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিলেন বাংলার নতুন পাঁচ মুখ। যুব নেত্রী মীনাক্ষী ছাড়াও সেই তালিকায় নাম রয়েছে মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বোস, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন এবং দার্জিলিংয়ের জেলা সম্পাদক সমন পাঠক।
আরও পড়ুনঃ ‘রামভক্তরা জেগেছে, রাষ্ট্রবিরোধীরা ঠাণ্ডা হয়ে গেছে’! রামনবমীতে বিস্ফোরক দিলীপ ঘোষ
এদিকে এই তিন জন জেলা সম্পাদক রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। সেই সঙ্গেই এবার কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিলেন। তবে সিপিআইএমের নিয়ম বলছে, একসঙ্গে তিন স্তরের কমিটিতে থাকা যায় না। সেই কারণে দেবব্রত, সৈয়দ ও সমনের জন্য কেন্দ্রীয় কমিটির বিশেষ অনুমতি নিতে হবে। তবে শেষ অবধি কেন্দ্রীয় কমিটির বিশেষ অনুমতি নেওয়া হবে নাকি জেলা সম্পাদক পদে রদবদল চোখে পড়বে তা নিয়ে সিপিআইএমের অন্দরে চর্চা শুরু হয়েছে বলে খবর।
উল্লেখ্য, এতদিন পলিটব্যুরোর (CPIM) সদস্য ছিলেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম ও রামচন্দ্র ডোম। তবে এবার বয়সের নিয়মে বাদ পড়লেন সূর্যকান্ত। স্থান করে নিলেন শ্রীদীপ। মহম্মদ সেলিম ও রামচন্দ্র ডোম এখনও পলিটব্যুরোতে রয়েছেন।