বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক বছরে ভারতের লেনদেন ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। ক্রমেই দেশে জনপ্রিয় হয়েছে ডিজিটাল লেনদেন ব্যবস্থা। প্রতিদিন গোটা দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কে (Bank) কোটি কোটি টাকার ট্রানসাকশন হচ্ছে ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করে। তবে ডিজিটাল লেনদেন ব্যবস্থা প্রসারিত হলেও বেশকিছু ক্ষেত্রে এখনও চেকের ব্যবহার অপরিহার্য।
ব্যাঙ্কের (Bank) চেক বুকের জন্য নতুন নিয়ম
অফিসিয়াল বা আইনি লেনদেনের ক্ষেত্রে চেক পেমেন্টের ব্যবহার থাকে চোখে পড়ার মতো। ভারতের অধিকাংশ ব্যাঙ্ক (Bank) প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ কিছু চেকের পাতা বিনামূল্যে ইস্যু করে থাকে গ্রাহকদের। তবে নির্দিষ্ট বছরে যদি ব্যাঙ্ক গ্রাহকের আরও বেশি চেকের প্রয়োজন হয়, তাহলে গ্রাহককে প্রদান করতে হয় অতিরিক্ত চার্জ।
আরও পড়ুন : সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে বাংলার ‘এই’ ৫ নতুন মুখ! পলিটব্যুরো থেকে বাদ একাধিক হেভিওয়েট
সেই চার্জ নির্ভর করে ব্যাঙ্ক ও অ্যাকাউন্ট ভেরিয়েন্টের উপর। উদাহরণস্বরূপ বলা যায়, প্রতিবছর সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ১০টি চেকের পাতা বিনামূল্যে ইস্যু করে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। HDFC এবং ICICI ব্যাঙ্ক বছরে গ্রাহকদের বিনামূল্যে ২৫টি চেকের পাতা প্রদান করে থাকে। তবে এই নির্দিষ্ট সংখ্যার বেশি চেক প্রয়োজন হলে গ্রাহকদের দিতে হয় অতিরিক্ত চার্জ।
আরও পড়ুন : তিন মাসও কাটল না, নিজের দেশেই গণবিক্ষোভের মুখে ট্রাম্প, নেপথ্যে কলকাঠি নাড়ল কে?
আবার বেশকিছু ব্যাঙ্ক এই অতিরিক্ত ফি মুকুব করে থাকে প্রবীণ নাগরিক, প্রিমিয়াম অ্যাকাউন্টধারী বা স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে। নয়া নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক ও অ্যাকাউন্ট ভেরিয়েন্টের উপর নির্ভর করে গ্রাহকদের অতিরিক্ত চেকের জন্য চেক পিছু ২ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে।
UPI বা IMPS-এর মতো একাধিক ডিজিটাল লেনদেনের প্রসার বিপ্লব এনেছে দেশের লেনদেন জগতে। তবে বেশকিছু ক্ষেত্রে পেমেন্টের জন্য চেকবুক বাধ্যতামূলক। ব্যাঙ্ক থেকে ক্যাশ উইথড্রলের ক্ষেত্রেও প্রয়োজন হয় চেকবুকের। ইস্যু হওয়ার তারিখ থেকে একটি চেক ৩ মাস পর্যন্ত বৈধ থাকে। তাই একাধিক সেক্টরে চেকের ব্যবহার গোটা দেশেই বেশ জনপ্রিয়।
পাশাপশি চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও বেশকিছু নিয়মের পরিবর্তন ঘটিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল না থাকার কারণে যদি চেক বাউন্স হয়, তাহলে নয়া নিয়ম অনুযায়ী গ্রাহককে পেনাল্টি বাবদ গুণতে হবে ১৫০ থেকে ৭৫০ টাকা। কোনও কারণে চেক হারিয়ে গেলে বা জালিয়াতি হলে দুশ্চিন্তার দিন শেষ গ্রাহকদের।
অনলাইন ব্যাঙ্কিং বা অ্যাপ ব্যবহার করেই সেই চেকের পেমেন্ট স্থগিত করার আবেদন জানাতে পারবেন গ্রাহক। তবে বেশ কিছু ব্যাঙ্ক (Bank) চেকবুকের (Cheque Book) ব্যবহার কমাতে গ্রীন ব্যাঙ্কিং প্রসারের লক্ষ্যে বিশেষ বার্তা দিচ্ছে গ্রাহকদের। চেকের পরিবর্তে আরও বেশি করে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের উৎসাহ বাড়াতে চাইছে ব্যাঙ্কগুলি।