বাংলাহান্ট ডেস্ক : সুচিত্রা সেন (Suchitra Sen), বাংলা ছবির মহানায়িকা। শুধু বাংলাতেই নয়, সমগ্র ভারতীয় ছবির অন্যতম খ্যাতনামা অভিনেত্রী ছিলেন তিনি। দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু ছবিতেই অভিনয় করেছেন সুচিত্রা সেন (Suchitra Sen)। তবে উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি থেকেছে আইকনিক। আজও তাঁর স্নিগ্ধ হাসি, অনবদ্য অভিনয় দক্ষতা সিনেপ্রেমীদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে রেখেছে।
সুচিত্রা সেনের (Suchitra Sen) অজ্ঞাতবাস নিয়ে উঠেছে প্রশ্ন
চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুচিত্রা। তাঁর অভিনয় কেরিয়ার যতটাই আইকনিক, তেমনি আচমকাই তাঁর অন্তরালে চলে যাওয়াটাও রহস্যাবৃত হয়ে রয়েছে। সমগ্র কেরিয়ারেই সাফল্যের শীর্ষে থেকেছেন তিনি। তাই হঠাৎ করেই তাঁর অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে মানুষ যতটা না অবাক হয়েছিলেন, তার থেকেও বেশি সকলের কৌতূহল হয়েছিল, কেন এতগুলো বছর অজ্ঞাতবাসে রইলেন মহা নায়িকা?
কেন সরে গিয়েছিলেন অভিনয় থেকে: হাতে গোনা কয়েকটি হিন্দি ছবি করলেও মূলত বাংলা ছবিতেই কাজ করেছেন সুচিত্রা (Suchitra Sen)। কিন্তু একটা সময় তিনি যখন অভিনয় থেকে সরে আসেন তখন প্রথমেই যে কারণটা শোনা গিয়েছিল, তা হল উত্তম কুমারের প্রয়াণ। মহানায়কের মৃত্যুর পরেই নাকি নিজেকে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু আসল কারণটা কী ছিল? এ নিয়ে নানা মুনির নানা মতই শোনা যায়।
আরো পড়ুন : বিজ্ঞানের ‘কারসাজি’তে রামলালার কপালে তিলক আঁকেন সূর্যদেব, কী এই “সূর্য তিলক”? কীভাবেই বা তৈরি হয়?
উপদেশ মনে রেখেছিলেন মহানায়িকা: শোনা যায়, একটানা বক্স অফিস কুইন থাকার পর ১৯৭৮ সালে বড় ঝড় আসে সুচিত্রার (Suchitra Sen) কেরিয়ারে। ব্যর্থ হয় ‘প্রণয় পাশা’। তখন নাকি বেলুড় মঠে ভরত মহারাজের কাছে ছুটে গিয়েছিলেন মহানায়িকা। মহারাজ তাঁকে বলেছিলেন, “মা, লোভ কোরো না”। সেই কথাটাই মনে গেঁথে নিয়েছিলেন সুচিত্রা (Suchitra Sen)। পরবর্তীতে নাকি সেই কারণেই খ্যাতি, গ্ল্যামারের জগৎ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
আরো পড়ুন : শেষে কিনা গল্প “চুরি” করে অস্কারে! কিরণের ‘লাপাতা লেডিজ’ নিয়ে সরব ‘বুরখা সিটি’র পরিচালক
যদিও মহানায়িকা কন্যা মুনমুন সেন একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে। সত্তরের দশকে ছবির ধরণ, গল্পের ধরণে বদল আসে। যে সব পরিচালকদের সঙ্গে তিনি কাজ করে স্বচ্ছন্দ ছিলেন, তাঁরাও একে একে মারা গিয়েছিলেন তখন। ছবির গল্পের সঙ্গে নাকি নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না সুচিত্রা (Suchitra Sen)। পরবর্তীতে ব্যক্তিগত জীবনেও ঝড় আসে নায়িকার। নিজের স্বামীকেও হারান তিনি। অভিনয় জগতে এমন পরিবর্তন দেখেই নাকি রাতারাতি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সুচিত্রা। এমনকি শোনা যায়, কানন দেবী নাকি তাঁকে পরামর্শ দিয়েছিলেন, বাজে ছবি করে সুনাম নষ্ট না করতে। তারপরেই স্বেচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা।