বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহেই নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme court)। সর্বোচ্চ আদালতের নির্দেশে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টে নয়া আবেদন মধ্যশিক্ষা পর্ষদের।
রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে আবেদন পর্ষদের-SSC Recruitment Scam
SSC মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার আবেদন দাখিল করেছে পর্ষদ। আবেদনে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি ছেয়ে প্রার্থনা করা হয়েছে।
পর্ষদের আবেদন, এই শিক্ষাবর্ষ পর্যন্ত যাদের অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত করা হয়নি সেই সকল চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের নিকট প্রার্থনা করেছে পর্ষদ। এদিন চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে পর্ষদের দাবি, একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুলে-স্কুলে বিরাট সংকটের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ‘গুজবে কান দেবেন না’! পার্ক সার্কাসে হিন্দুদের ওপর ‘হামলা’র অভিযোগে বড় দাবি কলকাতা পুলিশের
বাংলার কোনো স্কুলে এমনও হয়েছে যে যত সংখ্যক শিক্ষক কর্মরত ছিলেন তাদের অধিকাংশের চাকরিই বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে স্কুল চালানোই বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের কাছে। লেখাপড়ায় সমস্যা হচ্ছে। পরীক্ষার খাতা দেখা নিয়েও সমস্যা চরমে। এই পরিস্থিতিতে সাময়িক সমাধানসূত্র চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
এসএসসি মামলার রায়ে যাতে সাময়িক পরিবর্তন করা হয় সেই আবেদন জানিয়েছে পর্ষদ। এই শিক্ষাবর্ষ পর্যন্ত অবৈধ নয়, এমন চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করা হয়েছে। এবার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেই দিকে নজর সকলের।