বাংলা হান্ট ডেস্কঃ রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে রবিবার রাজ্যের নানান প্রান্তে মিছিল বেরিয়েছিল। সাধারণ মানুষের পাশাপাশি পা মেলান রাজনৈতিক ব্যক্তিত্বরা। কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা বাদ দিলে মোটের ওপর পরিস্থিতি শান্তই ছিল। এর মাঝেই বড় অভিযোগ আনেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দাবি করেন, গতকাল রামনবমীর শোভাযাত্রা থেকে ফেরার সময় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট অঞ্চলে হামলার মুখে পড়েন হিন্দুরা। এবার এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।
পার্ক সার্কাস কাণ্ডে কী বলল পুলিশ (Kolkata Police)?
গতকাল রাতে সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সুকান্ত লেখেন, ‘রামনবমীর শোভাযাত্রা থেকে ফেরার পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় ব্যর্থ মুখ্যমন্ত্রীর দ্বারা লালিত-পালিত শান্তিবাহিনীর হাতে বর্বরোচিতভাবে আক্রান্ত হতে হল হিন্দুদের! গৈরিক ধ্বজ গাড়িতে রাখার অপরাধে পাথর ছুঁড়ে ভেঙে ফেলা হল গাড়ির কাঁচ। ভাঙচুর করে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হল। অথচ সামনে নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোষণকারী মুখ্যমন্ত্রীর কাপুরুষ পুলিশ বাহিনী সব কিছু দেখেও ব্যবস্থা নিতে সমর্থ হল না!’
With reference to an alleged incident at Park Circus, it is clarified that no permission was taken for any procession, nor did any such movement occur in the area. Upon receiving information about damage to a vehicle, police intervened promptly to restore order. A case is being…
— Kolkata Police (@KolkataPolice) April 6, 2025
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। গতকাল রাতেই এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করে জানানো হয়, ‘পার্ক সার্কাসে ঘটেছে বলে যে ঘটনার উল্লেখ করা হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করা হচ্ছে যে, কোনও মিছিল বা জমায়েতের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি এবং ওই এলাকায় এমন কোনও কার্যকলাপ ঘটেনি’।
আরও পড়ুনঃ ‘এখনও বরখাস্তের নোটিশ পেয়েছেন? চাকরি করুন না’! চাকরিহারাদের উদ্দেশে বিরাট বার্তা মমতার
কলকাতা পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, ‘একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তের জন্য একটি কেস রুজু করা হয়েছে। জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, দয়া করে গুজবে কান দেবেন না’।
উল্লেখ্য, গতকাল রাজ্যজুড়ে মোটের ওপর শান্তিপূর্ণভাবে রামনবমী পালিত হয়েছে। এর মাঝেই পার্ক সার্কাসে হিন্দুদের আক্রান্ত হওয়ার অভিযোগ আনেন বিজেপির রাজ্য সভাপতি। পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভাঙা থেকে একাধিক গাড়ি ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়। কলকাতা পুলিশ (Kolkata Police) অবশ্য জানিয়েছে, একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসতেই পুলিশ অবিলম্বে হস্তক্ষেপ করে। ইতিমধ্যেই একটি কেস রুজু করা হয়েছে বলেও জানানো হয়েছে।