জাতীয় মঞ্চ থেকে ট্রফি ছিনিয়ে এনেছেন বাংলায়, ইন্ডিয়ান আইডল থেকে কত টাকা পেলেন বিজয়ী মানসী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যাশা ছিল শুরু থেকেই। তা পূরণ করেও দেখালেন মানসী ঘোষ। জাতীয় মঞ্চে বাঙালির নাম উজ্জ্বল করে ছিনিয়ে নিয়ে আসলেন ইন্ডিয়ান আইডলের (Indian Idol 15) ট্রফি। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের ১৫ তম সিজন সদ্য হয়েছে সমাপ্ত। আর এবারের সিজনেই সেরার সেরা শিরোপা জিতে নিয়েছেন মানসী। এই প্রথম বার কোনো বাঙালির হাত ধরে জয় এল ইন্ডিয়ান আইডলে (Indian Idol 15)। তাই আনন্দটাও স্বাভাবিক ভাবেই দ্বিগুণ।

ইন্ডিয়ান আইডল (Indian Idol 15) জিতলেন মানসী

৬ ই মার্চ, রবিবার অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র গ্র্যান্ড ফিনালে। সবে শুট টুকুই হয়েছে। এখনো পর্যন্ত টিভিতে সম্প্রচারের সময়ও ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই সর্বত্র ফাঁস হয়ে গিয়েছে বিজয়ীর নাম। এমনকি মঞ্চে ইন্ডিয়ান আইডলের (Indian Idol 15) বিজয়ী হিসেবে মানসীর পুরস্কার গ্রহণ করার ছবিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। উচ্ছ্বাস আর শুভেচ্ছা বার্তার জোয়ারে ভাসছেন মানসী। তিনিই প্রথম বাঙালি যাঁর হাত ধরে ইন্ডিয়ান আইডলের শিরোপা এসেছে বাংলায়। কী কী প্রাপ্তিযোগ হল মানসীর?

What did manasi win in indian idol 15

কী কী পেলেন বিজয়ী: ইন্ডিয়ান আইডলের (Indian Idol 15) বড়সড় ট্রফি হাতে মানসীর ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন আমজনতা। এছাড়াও তিনি পেয়েছেন ২৫ লক্ষ টাকা। সঙ্গে একটি খ্যাতনামা ইলেকট্রনিক্স কোম্পানির তরফে গিফট কুপন পেয়েছেন মানসী। দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের u rপুরস্কারও বেশ চমকপ্রদ। দ্বিতীয় স্থানে থাকা শুভজিৎ ঘোষ এবং তৃতীয় স্নেহা শঙ্কর দুজনেই পেয়েছেন ৫ লক্ষ টাকা করে চেক। এখানেই শেষ নয়। মানসী এবং স্নেহা দুজনেরই প্লেব্যাক সফরও শুরু হয়েছে এই মঞ্চ থেকেই।

আরো পড়ুন : শিব সেনাকে চটিয়ে বিপাকে, FIR খারিজের আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ কুণাল কামরা

গান গাওয়ার অফার: বাদশার সঙ্গে গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন মানসী। কশানের সঙ্গে একটি গান ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছেন তিনি। পাশাপাশি একটি বাংলা সিঙ্গেলও গাইতে চলেছেন মানসী। অন্যদিকে ইন্ডিয়ান আইডল ফিনালেতেই সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে স্নেহাকে টি সিরিজের হয়ে গান গাওয়ার প্রস্তাব দিয়েছেন ভূষণ কুমার। সঙ্গে ইন্ডিয়ান আইডল ফাইনালিস্ট হিসেবে বিপুল জনপ্রিয়তা তো রয়েছেই।

আরো পড়ুন : ফের জেগে উঠবে নন্দীগ্রামের জেলিংহাম! তৈরি হবে জাহাজ নির্মাণ কেন্দ্র, ২০০০ কোটি বিনিয়োগ কেন্দ্রের

প্রসঙ্গত, এবারের সিজনে একাধিক বাঙালি প্রতিযোগী দর্শকদের নজর কেড়েছিলেন তাদের সুমধুর কণ্ঠের জেরে। তবে পরপর প্রতিযোগী বাদ পড়তে পড়তে বাকি থাকেন টপ ছয়ে ছিলেন মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, শুভজিৎ চক্রবর্তী, চৈতন্য দেবাদে, স্নেহা এবং অনিরুদ্ধ সুসওয়ারাম।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X