বাংলাহান্ট ডেস্ক : ইজরায়েলের যুদ্ধবিরতি শেষে আবারও রক্তাক্ত হচ্ছে গাজা (Gaza Attack)। রবিবারই স্থল এবং বিমান হামলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। নির্বিচারে মৃত্যু বরণ করছেন প্যালেস্তিনীয় মহিলা এবং শিশুরা। পালটা হামলায় জবাব দিচ্ছে হামাসও। ইজরায়েলের সেনার তরফে সম্প্রতি জানানো হয়েছে, দেশের প্রধান শহরগুলিতে রকেট হামলা চালাচ্ছে হামলা। এখনো পর্যন্ত অন্তত ১০ টি রকেট চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে ইজরায়েলের সেনার তরফে। তবে তার মধ্যে বেশিরভাগই প্রতিহত করা গিয়েছে বলে জানানো হয়েছে।
মৃত্যু মিছিল অব্যাহত গাজায় (Gaza Attack)
রবিবার গাজায় (Gaza Attack) ইজরায়েলি হামলায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে। সোমবারও দায়ের এল বালায় ইজরায়েলের হামলায় আরো দুজন মারা গিয়েছে বলে খবর। গত ১৮ ই মার্চ থেকে এখনো পর্যন্ত গাজায় (Gaza Attack) প্রাণ হারানো মানুষের সংখ্যা অন্তত ১০০০ বলে দাবি করেছে প্যালেস্টাইন। এদের মধ্যে অধিকাংশ মহিলা এবং শিশুদেরই মৃত্যু হয়েছে বলে খবর। পালটা আক্রমণ চলছে ইজরায়েলেও।
পালটা রকেট হামলা হামাসের: ওই দেশের তরফে জানানো হয়েছে, দক্ষিণের শহর আশকেলনে আছড়ে পড়েছে হামাসের রকেট। আপৎকালীন বিভাগের তরফে প্রকাশ করা হয়েছে হামলা পরবর্তী একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, সর্বত্র ভাঙা গাড়ির জানলা, টুকরো ছড়িয়ে রয়েছে। রকেট হামলার স্থানগুলি পরিদর্শন করা হচ্ছে। ওই হামলায় একজন আহত হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরো পড়ুন : ফের জেগে উঠবে নন্দীগ্রামের জেলিংহাম! তৈরি হবে জাহাজ নির্মাণ কেন্দ্র, ২০০০ কোটি বিনিয়োগ কেন্দ্রের
মৃত্যু এক সাংবাদিকের: হামলা পালটা হামলায় উত্তপ্ত পরিস্থিতি গাজায় (Gaza Attack)। রকেট হামলার পরেই ইজরায়েলি সেনার তরফে নির্দেশ দেওয়া হয়, মধ্য গাজার দায়ের এল বালা শহরের বিভিন্ন এলাকা ছেড়ে বাসিন্দারা যেন সরে যান। তারপরেই সেখানে হামলার খবর মেলে। যদিও সেই হামলায় মৃত্যু হয়েছে দুজনের। জানা গিয়েছে, খান ইউনুসের নাসের হাসপাতালের কাছেই ওই বিষ্ফোরণ ঘটে।
আরো পড়ুন : জাতীয় মঞ্চ থেকে ট্রফি ছিনিয়ে এনেছেন বাংলায়, ইন্ডিয়ান আইডল থেকে কত টাকা পেলেন বিজয়ী মানসী?
এক সাংবাদিক তাঁবুতে হামলা হওয়ায় তাঁবুর মধ্যে থাকা প্যালেস্তাইনের এক সাংবাদিক জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন। অন্তত ৭ জন ওই হামলায় আহত হয়েছেন বলে খবর। গাজা (Gaza Attack) কার্যত নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। সর্বত্র ধ্বংসাবশেষ এবং ছিন্ন ভিন্ন দেহের মাঝে সাক্ষাৎ মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়ে রয়েছে গাজা।