রাত পোহালেই ঝড়-বৃষ্টি! জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা: আবহাওয়ার আগাম আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই। এদিকে রাত পোহালেই আবহাওয়ার বড় বদল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আগামীকাল সতর্কতাও জারি রয়েছে একাধিক জেলায়। সবমিলিয়ে কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া? রইল আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- South Bengal Weather

শুক্রবার-শনিবার পর্যন্ত টানা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। যার জেরে কমবে চৈত্রের দাবদাহও। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই তাপমাত্রা কমবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়া আসছে। অন্যদিকে, বঙ্গপোসাগরের জলীয় বাষ্প ঢুকছে। এই দুইয়ের জেরে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।

আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও তার পরের ৩ দিনে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি মত। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে।

Today Rainfall alert South Bengal weather Kolkata North Bengal West Bengal weather update

আরও পড়ুন: জাতীয় মঞ্চ থেকে ট্রফি ছিনিয়ে এনেছেন বাংলায়, ইন্ডিয়ান আইডল থেকে কত টাকা পেলেন বিজয়ী মানসী?

আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ও মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে।

আরও পড়ুন: TMC-র প্রবীণ সাংসদকে গ্রেফতার করাতে চেয়েছিলেন দলেরই মহিলা সাংসদ! মমতা, অভিষেককে দেওয়া হচ্ছে চিঠি

এক নজরে উত্তর: ১২ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও হাল্কা বৃষ্টি হতে পারে। ভিজবে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X