ফিরল ৮৭-র স্মৃতি, এক ধাক্কায় ৫ শতাংশ পতন ভারতের বাজারে, উধাও ২০ লক্ষ কোটি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শুরুর দিনেই বড়সড় বিপর্যয় ঘটে গেল ভারতীয় শেয়ার বাজারে (Share Market)। বাজার খুলতেই এক ধাক্কায় হু হু করে নেমে যায় সেনসেক্স। এক ধাক্কায় প্রায় ৪০০০ পয়েন্ট পড়ে যায় সূচক। অন্যদিকে ১০০০ পয়েন্ট নেমে যায় নিফটিও। এদিন একটা সময় ৫ শতাংশ পতন দেখা গিয়েছিল স্টক মার্কেটে। শুধু ভারত নয়, গোটা এশিয়া জুড়েই প্রায় এদিন পতন দেখা গিয়েছে বাজারে (Share Market)। এদিনের বাজারের পরিস্থিতি অনেকের মনে করিয়ে দিয়েছে সেই ১৯৮৭ সালের ‘কালো সোমবার’ এর কথা।

সোমবারেই বড় বিপর্যয় ভারতীয় শেয়ার বাজারে (Share Market)

১৯৮৭ সালের ১৯ শে অক্টোবর বড় ধস নেমেছিল মার্কিন শেয়ার বাজারে (Share Market)। এক ধাক্কায় পতন হয়েছিল ২২.৬ শতাংশ। শেয়ার বাজারে ‘কালো সোমবার’ বলেই পরিচিত সেই দিন। আর এত বছর পর ২০২৫ এর আরেক সোমবারে যেন ফিরে এল সেই স্মৃতি। ভারতীয় শেয়ার বাজারে (Share Market) ৫ শতাংশ পতনের পাশাপাশি জাপানের নিক্কেই পড়েছে ৮ শতাংশ এবং চিনের হ্যাং সেং এর পতন হয়েছে ১০ শতাংশ। অবশ্য শেয়ার বাজারে যে এদিন একটা বিপর্যয় হতে পারে তার পূর্বাভাস আগেই পেয়েছিলেন বিশেষজ্ঞরা।

India share market loss 20 lakh crore in a day

কোন সেক্টরগুলিতে ক্ষতি: এদিন বাজার খোলার সময় বিগত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পয়েন্টে নেমে গিয়েছিল। সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭২,৪২৫.০১ এ গিয়ে দাঁড়ায়। ১,১৬০.৮ পয়েন্ট কমে নিফটি গিয়ে দাঁড়ায় ২১,৭৪৩.৬৫ এ। ভারতীয় ধাতু সংস্থার শেয়ারগুলি (Share Market) এদিন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, টাটা স্টিলের দর পড়েছে ১০ শতাংশ। আদানি এন্টারপ্রাইজেস, জিন্দাল, নালকো, হিন্দুস্তান কপারের মতো সংস্থাগুলির শেয়ারও পড়েছে। কমেছে বিভিন্ন আইটি কোম্পানিগুলির শেয়ারের দাম। বিএসই মিডক্যাপ সূচক এদিন পড়েছে ৩.৪৬ শতাংশ এবং স্মলক্যাপ পড়েছে ৪.১৩ শতাংশ।

আরো পড়ুন : ধ্বংসস্তূপে পরিণত গাজা! এখনও পর্যন্ত মৃত ১০০০, ইজরায়েলে রকেট হামলা হামাসের

ধসের কারণ কী: এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমাকে। কিছুদিন আগে মার্কিন শুল্ক নীতিতে বিরাট পরিবর্তন এনেছেন ট্রাম্প। তার জেরে বিশ্বব্যাপী আর্থিক বাজারে (Share Market) বড় প্রভাব পড়তে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই শেয়ার বাজারে ধস দেখা গিয়েছে বিশ্বজুড়ে। এমনকি আমেরিকার অভ্যন্তরীণ আর্থিক মন্দার জন্যও ট্রাম্পের শুল্ক নীতিই দায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও তাতে আমল দিতে নারাজ। তাঁর মতে, শুল্কের ‘পাঁচন’ গিললেই ফুলেফেঁপে উঠবে আমেরিকা। আর্থিক বাজারে কী চলছে না চলছে তা নিয়ে তাঁর ধারণা না থাকলেও বিশ্ব নেতারা চুক্তি করার জন্য মরিয়া হয়ে রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

আরো পড়ুন : সাতদিন ধরে ২৩ জন মিলে গণধর্ষণ দ্বাদশ শ্রেণির তরুণীকে! উত্তরপ্রদেশের ঘটনায় ছড়াল চাঞ্চল্য

বাজার (Share Market) খোলার পর থেকে অবশ্য ধীরে ধীরে কিছুটা হাল ফিরেছে বাজারের। এদিন লেনদেন শেষে সেনসেক্স দাঁড়ায় ৭৩,১৩৭.৯০ পয়েন্টে। নিফটি ৫০ ছিল ২২,১৬১.৬০ পয়েন্টে। গত সেশনের তুলনায় ৩.২৪ শতাংশ কম ছিল তা। বিএসই তালিকাভুক্ত সব সংস্থার বাজার মূলধন এদিন ২০.১৬ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে বলে খবর বাজার সূত্রে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X