বাংলাহান্ট ডেস্ক : ক্যানসারের বিরুদ্ধে মরণপণ লড়াই। বিজয়ী হওয়ার পর বছর কয়েকের সুস্থতা। কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার আগেই ফের বিপদ ঘনিয়ে এল আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) এবং তাহিরা কাশ্যপের জীবনে। দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হলেন অভিনেতা পত্নী। প্রথম বার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কঠিন লড়াই করে জয়ী হয়েছিলেন তিনি। দীর্ঘ সাত বছর ছিলেন রোগমুক্ত। কিন্তু ২০২৫ এ আবারো মারণ রোগ ফিরল তাঁর শরীরে। তাহিরা দ্বিতীয় বার ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা জানাতেই মুখ খুললেন আয়ুষ্মান (Ayushmann Khurrana)।
আবারো ক্যান্সার আক্রান্ত হলেন আয়ুষ্মান (Ayushmann Khurrana) পত্নী তাহিরা
সোমবার সোশ্যাল মিডিয়ায় তাহিরা লেখেন, ‘আবার ফিরে এসেছে সে’। তবে মনের জোর হারিয়ে ফেলেননি তিনি। দ্বিতীয় বারের জন্য ফের নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। তাহিরা লেখেন, ‘জীবন আপনাকে লেবু দিলে প্রথমে লেমনেড বানিয়ে নেবেন। কিন্তু জীবন যখন আরো দয়ালু হয়ে সেগুলো আবার আপনার দিকে ছুড়ে দেয়, তখন শান্ত ভাবে নিজের প্রিয় কালা খাট্টা পানীয়ে লেবুর রস চিপে খেয়ে নিন’।
কী লিখলেন তাহিরা: সঙ্গে তিনি আরো লিখেছেন, অদ্ভূতভাবে আজই ‘ওয়ার্ড হেলথ ডে’। আমাদের পক্ষে যতটা সম্ভব তা দিয়েই নিজেদের যত্ন করি। কৃতজ্ঞতা প্রকাশও করেছেন তাহিরা। কমেন্ট বক্সে অনেকেই তাহিরার মনের জোর বাড়িয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। বলিউডের আরেক ক্যান্সার জয়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রেও কমেন্ট করেছেন এই পোস্টে। তাহিরা পাশে পেয়েছেন স্বামী আয়ুষ্মানকেও (Ayushmann Khurrana)।
আরো পড়ুন : জুতো ফিরে পেতে দাবি ৫০ হাজার, বিয়ে করতে গিয়ে কনেপক্ষের লাঠির বাড়ি খেল বর!
আগেও আক্রান্ত হয়েছেন ক্যান্সারে: প্রসঙ্গত, প্রথম বার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সময় প্রত্যেকটি ধাপের অভিজ্ঞতা তিনি ভাগ করে নিয়েছিলেন সবার সঙ্গে। ২০১৮ সালে ক্যান্সার জয় করে সুস্থ হয়ে ওঠেন তাহিরা। তাঁর শরীর থেকে নির্মূল হয়েছিল ক্যান্সার। তারপরেও তিনি নিয়মিত ছিলেন পরীক্ষার মধ্যে। এত কিছু সত্ত্বেও হল না শেষরক্ষা। আবারো ক্যান্সার ফিরল তাহিরার শরীরে। তবে প্রথম বারের মতো এবারেও হার না মানার পণ করে নিয়েছেন তিনি।
আরো পড়ুন : পিঠ ঠেকেছে দেওয়ালে, লজ্জার মাথা খেয়ে শেষমেশ হাত জোড় করলেন সলমন!
প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত প্রায় সাত বছর সুস্থ ছিলেন তাহিরা কাশ্যপ। বরাবর আয়ুষ্মান (Ayushmann Khurrana) থেকেছেন তাঁর পাশে। তাঁদের জুটি বলিউডে বেশ জনপ্রিয়ও বটে। স্ত্রীর এই কঠিন সময়ে আবারো পাশে থাকার, তাঁর সঙ্গে থাকার বার্তা দিয়েছেন আয়ুষ্মান।