মমতার আশ্বাসের পরই চাকরিহারাদের জন্য বড় পদক্ষেপ কমিশনের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বহু টালবাহানার পর নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme court)। সর্বোচ্চ আদালতের নির্দেশে এ রাজ্যের ২৫ হাজার ৫৭২ জন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয়েছে। সোমবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৎপর কমিশনও।

চাকরিহারাদের পাশে কমিশন! শুক্রে বৈঠক-SSC Recruitment Scam

এবার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন চাকরিহারারা। জানাবেন নিজেদের দাবি, সমস্যার কথা। আগামী শুক্রবার কমিশনের মুখোমুখি হতে চলেছেন চাকরিহারারা। মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিরাও সেই বৈঠকে থাকবেন। পাশাপাশি চাকরিহারাদের আইনি পরামর্শ দেওয়ার জন্য বৈঠকে উপস্থিত থাকবে রাজ‍্যের ল সেল।

গতকাল চাকরিহারাদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সাফ জানিয়ে দিয়েছেন কোনো যোগ্যর চাকরি তিনি যেতে দেবেন না। পাশাপাশি যোগ্যদের টা হওয়ার পর অযোগ্যদেরটাও দেখবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, SSC মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার আবেদন দাখিল করেছে পর্ষদ।

School Service Commission Chairman press conference after SSC Recruitment scam verdict

আবেদনে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি চেয়ে প্রার্থনা করা হয়েছে। পর্ষদের আবেদন, এই শিক্ষাবর্ষ পর্যন্ত যাদের অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত করা হয়নি সেই সকল চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের নিকট প্রার্থনা করেছে পর্ষদ।

ssc recruitment scam 8

আরও পড়ুন: পোড়ানো হয়েছিল নাকি লুকনো আছে OMR শিট? SSC কাণ্ডে বড় প্রশ্ন তুলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

গতকাল চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শীর্ষ আদালতে রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য। রায়ের ব্যাখ্যাও চাওয়া হবে। সুপ্রিম কোর্টে পর্ষদ দাবি করে, একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুলে-স্কুলে বিরাট সংকটের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এবার ময়দানে কমিশনও।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X