বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে বেশকিছু দিন ধরে উত্তপ্ত ভারতের একাধিক অঞ্চল। সংশোধনী বিলের প্রতিবাদে ঘটে গিয়েছে বেশকিছু অশান্তির ঘটনা। এই পরিস্থিতিতেই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে খন্ড যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রঘুনাথগঞ্জের উমরপুরে।
ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ (Waqf Amendment Bill) ঘিরে উত্তাল জঙ্গিপুর
আজ দুপুরে ১২ নম্বর জাতীয় সড়কে শুরু হয় ওয়াকফ বিরোধী অবস্থান কর্মসূচি। সেই অবস্থান তুলতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ১২ নম্বর জাতীয় সড়কে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ফাটানো হয় কাদানে গ্যাসের সেল। পাল্টা প্রতিবাদীদের একাংশ আগুন ধরিয়ে দেয় একাধিক গড়িতে।
আরও পড়ুন : ভরসন্ধ্যায় বাংলাহান্টের সাংবাদিকের গায়ে হাত! প্রকাশ্য রাস্তায় “তৃণমূল ঘনিষ্ঠ”-রা দিলেন “হুমকিও”
পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহত হয়েছেন দুইজন পুলিশ কর্মী। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের (Waqf Amendment Bill) দাবিতে বিগত ২ দিন ধরে উত্তপ্ত জঙ্গিপুরের (Jangipur) একাধিক এলাকা।
আরও পড়ুন : ধেয়ে আসছে কালবৈশাখী! ঝড়-বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
দফায় দফায় বিক্ষোভ চলে সুতি, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জসহ একাধিক এলাকায়। প্রতিবাদ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছিল পুলিশ। তবে মঙ্গলবার উমরপুরে প্রতিবাদীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ-জনতা খন্ড যুদ্ধের সাক্ষী থাকে ১২ নম্বর জাতীয় সড়ক। স্তব্ধ হয়ে যায় যান চলাচল।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার অনুরোধ তুলে এক্স হ্যান্ডেলে লেখেন, ” বিশৃঙ্খলতা নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া দরকার ৷ মুর্শিদাবাদের জেলা শাসক এবং মুখ্যসচিবকে আমরা অনুরোধ, আপনারা রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাহায্য নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন।”
The recently passed Waqf (Amendment) Act is now the law of the land, after being passed by both the Houses of the Parliament and getting Presidential assent.
Yet, once again, just like during the anti-CAA protests in 2019/2020 where trains were attacked with stones, resulting in… pic.twitter.com/S8yvyHhZPM— Suvendu Adhikari (@SuvenduWB) April 8, 2025
মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, এদিন দুপুর নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কে বেশকিছু প্রতিবাদী জড়ো হন ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে। অবরোধ তুলতে গেলে বচসা শুরু হয় আন্দোলনকারীদের সাথে। মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশকিছু গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। প্রায় ২ ঘণ্টা পর পুলিশ বাহিনী নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।