বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যজুড়ে এসএসসি মামলায় চাকরিহারা শিক্ষকদের DI অফিস অভিযান (SSC Scam)। সেই কর্মসূচীকে ঘিরেই উত্তপ্ত কসবা। কসবায় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশি ব্যারিকেড টপকে DI অফিসের ভিতরে প্রবেশের চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ-চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে হয়। শুরু হয় শিক্ষকদের (Teachers) লাঠিচার্জ! এমনই অভিযোগ।
শিক্ষকদের লাঠিচার্জ-বেধরক মার পুলিশের! SSC Scam
বিক্ষোভকারীদের অভিযোগ, মহিলা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বেধড়ক মারা হয়েছে চাকরিহারাদের। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষক। এক চাকরিহারা শিক্ষিকা জ্ঞান হারান ৷ একাধিক বিক্ষোভকারীর গুরুতর চোট পান। অভিযোগ বেছে-বেছে মহিলা আন্দোলনকারীদের গায়ে হাত তুলেছেন পুরুষ পুলিশ কর্মীরা।
ইতিমধ্যেই চার-পাঁচজন শিক্ষককে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে বলে খবর। তাদের মুক্তির দাবিতে পাল্টা বিক্ষোভ চাকরিহারাদের। কেবল কসবা নয়, এই একই চিত্র রাজ্যজুড়ে। মেদিনীপুরে ডিআই অফিসারকে বিক্ষোভকারীরা ঢুকতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। উত্তেজনা ছড়ায় অফিস চত্বরে।
আরও পড়ুন: অভিযোগের চাপে বিরক্ত পুরসভা! এবার বড় পদক্ষেপ, জারি হল কড়া বিজ্ঞপ্তি
এদিকে মালদহে ডিআই অফিস ঘেরাও ঘিরে পুলিশের সাথে চাকরিহারাদের ধুন্ধুমার বেঁধে যায়। কোচবিহারেও দফায় দফায় উত্তেজনা ছড়ায়। চাকরি হারানোর জ্বালায় বাঁকুড়ায় গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন চাকরিহারা এক শিক্ষিকা। সেই নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, শর্মিষ্ঠা দুয়ারী নামে ওই শিক্ষিকা পাত্রহাটি হাই স্কুলে কর্মরত ছিলেন।