কৃষি উন্নতিতে বড় সিদ্ধান্ত সরকারের, পানাগড়ের নতুন কারখানায় পড়ল শিলমোহর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে শিল্পোন্নয়নের ক্ষেত্রে উদ্যোগী হয়ে উঠেছে সরকার (West Bengal Government)। পশ্চিম বর্ধমানের পানাগড়ে এবার সার উৎপাদন কারখানা তৈরির কথা ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, ওই সার কারখানা তৈরি হতে চলেছে পানাগড় শিল্প পার্কে, মঙ্গলবার এমনি মর্মে মিলেছে খবর।

রাজ্যের কৃষি উন্নয়ন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের (West Bengal Government)

মন্ত্রিসভার বৈঠকে এদিন রাজ্যের আরো চারটি জেলায় শপিং কমপ্লেক্স তৈরির প্রস্তাবে পড়েছে শিলমোহর। এই মলগুলি তৈরি করতে চলেছে স্বনির্ভর গোষ্ঠী। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কৃষিকাজে উৎসাহ দেওয়ার জন্য সারের প্রয়োজন। আগে রাজ্যে যেসব সারের কারখানাগুলি ছিল সেগুলি কবেই বন্ধ হয়ে গিয়েছে। ফলত কৃষিকাজের জন্য সার আমদানি করা হয় বাইরে থেকে। তবে এবার রাজ্যে কৃষিতে জোয়ার আনতে সারের উৎপাদনের দিকেও নজর দিতে চলেছে সরকার (West Bengal Government)।

West Bengal government to take big decision for farmers

বৈঠক নিয়ে কী জানালেন চন্দ্রিমা: এদিনের বৈঠকে জানা গিয়েছে, পানাগড় শিল্প পার্কে সার কারখানা তৈরি করতে চলেছে মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ওই সংস্থাকে শীঘ্রই জমি হস্তান্তরের প্রক্রিয়া চালু হতে চলেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের কৃষকদের আর সারের জন্য অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এতে রাজ্যের কৃষি ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরো পড়ুন: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চার মাসের অন্তঃসত্ত্বার, ‘এই’ তৃণমূল বিধায়ককে কাঠগড়ায় তুললেন তরুণীর বাবা

চালু হচ্ছে একাধিক শপিং কমপ্লেক্স: উল্লেখ্য, বাংলার বিভিন্ন শহরে শপিং কমপ্লেক্স চালু করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এতে সাধারণ মানুষের পাশাপাশি উপকৃত হবেন কৃষকরাও। বিগ বাজারের মতো এই শপিং কমপ্লেক্সগুলিতে দুটি বিশেষ তলা আলাদা করে রেখে দেওয়া হচ্ছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীদের জন্য। এর আগে চারটি শপিং কমপ্লেক্স তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছিল নবান্নের (West Bengal Government) তরফে। জলপাইগুড়ি জেলায় দুটি কমপ্লেক্স এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে একটি করে কমপ্লেক্স তৈরির ছাড়পত্র আগেই দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : অভিযোগের চাপে বিরক্ত পুরসভা! এবার বড় পদক্ষেপ, জারি হল কড়া বিজ্ঞপ্তি

মঙ্গলবারের বৈঠকে আরো চারটি জায়গায় নতুন কমপ্লেক্স তৈরি করার ছাড়পত্র দেওয়া হল। কোচবিহার, হাওড়া, বাঁকুড়া এবং উত্তর দিনাজপুরে চারটি নতুন শপিং কমপ্লেক্স তৈরি করার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X