বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)। গত বছরের ৯ আগস্ট সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। ধর্ষণ খুনের এই ঘটনা (RG Kar Case) নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। প্রতিবাদে নেমেছিল জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একটি বৃহৎ অংশ। সেই আন্দোলন চলাকালীন তৈরি হয় অভয়া তহবিল। পরবর্তীতে এই ফান্ড নিয়ে দেখা দেয় বিতর্ক। এবার এই তহবিলের হিসেব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর কর্মবিরতি, অনশন করেন জুনিয়র চিকিৎসকরা!
বুধবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরর ফ্রন্টের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ‘মুখ’ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া সহ অনেকে। সেখানেই অনিকেত ঘোষণা করেন, সাধারণ মানুষের কাছে পাই পয়সার হিসেব তুলে ধরা হবে।
আরজি করের (RG Kar Case) এই জুনিয়র ডাক্তার বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রত্যেকটি পাই পয়সার হিসেব দেবে। আগামী ১৬ এপ্রিল আরজি কর মেডিক্যাল কলেজে কনভেনশনের ডাক দিচ্ছি। এই কনভেনশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সাধারণ মানুষের কাছে পাই পয়সার হিসেব তুলে ধরবে’।
আরও পড়ুনঃ নববর্ষের আগেই সুখবর! আচমকাই সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি করল রাজ্য, খুশি সকলে
আচমকা কেন এই সিদ্ধান্ত, সেটাও জানিয়েছেন অনিকেত। তিনি বলেন, ‘সাধারণ মানুষের আমাদের যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই পাই পয়সার হিসেব মিটিয়ে দেব’।
উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা (RG Kar Case) সামনে আসে। হাসপাতালের চার দেওয়ালের মধ্যে ঘটেছিল এই নৃশংস ঘটনা। অভয়ার মৃত্যুতে পথে নেমে প্রতিবাদ করেন জুনিয়র চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। কর্মবিরতি থেকে অনশন, বাদ যায়নি কিছুই। এবার অভয়া তহবিল নিয়ে বিতর্ক দেখা দিতেই ফান্ডের যাবতীয় হিসেব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা।