বাংলা হান্ট ডেস্কঃ চরমে টালবাহানা। নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির ২০১৬ ( SSC Scam) সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত (Supreme Court)। তারপর এক সপ্তাহে জল বহুদূর গড়িয়েছে। এরই মধ্যে দেখা যাচ্ছে এখনও শিক্ষা দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সকলেরই। যা নিশ্চিতভাবে এই পরিস্থিতিতে আশার আলো।
চাকরিহারা শিক্ষকরা বেতন পাবেন? SSC Scam
মনে করা হচ্ছে, যেহেতু সরকারি পোর্টালে চাকরিহারাদের নাম রয়েছে তাই এখনই তাদের বেতন বন্ধ হবে না। ফলে চূড়ান্ত হতাশার মধ্যেও কিছুটা দিশা পেয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এই নিয়ে গতকালই মুখ খুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলন, এই ২৬০০০ জনের বেতনের বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও শিক্ষককে বাদ দেওয়া হয়নি। কোথাও বেতন বন্ধের কথাও এখনও বলা হয়নি।’ ফলে এটা কার্যত স্পষ্টই যে আপাতত চাকরিহারাদের বেতন বন্ধ হচ্ছে না। অন্তত সুপ্রিম তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। পাশাপাশি ব্রাত্য আরও পরামর্শ দেন, চাকরিহারারা ধৈর্য ধরুন।
জানিয়ে রাখি, ইতিমধ্যেই চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা স্পষ্ট বলেছেন, এক জন যোগ্যর চাকরিও তিনি যেতে দেবেন না। পাশাপাশি অযোগ্য যাদের বলা হচ্ছে তাদের দিকটাও তিনি দেখবেন। প্ল্যান A টু Z সব রেডি আছে। মমতা বলেন, “আমে বেঁচে থাকতে কাউকে চাকরিহারা হতে দেব না।”
আরও পড়ুন: ‘যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব’, স্বীকার খোদ SSC চেয়ারম্যানের? ঘুরবে মোড়?
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বার্তার পর চাকরিহারাদের একাংশ সাময়িক স্বস্তি পেলেও আরেক অংশ আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে। পথে নেমেছেন তারা। এরই মধ্যে আগামী শনিবার ফের চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠকের নির্যাস কি বেরোয় সেই দিকে নজর সব পক্ষের।