বাংলাহান্ট ডেস্ক : এসএসসি বিতর্কে (SSC Scam) উত্তাল বাংলা। সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার চাকরি বাতিল হতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বহু চাকরিহারারা। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ বিক্ষোভ। রাতভর সল্টলেকের এসএসসি ভবনের কাছেও অবস্থান বিক্ষোভ করলেন বিক্ষুব্ধ শিক্ষকরা। সন্তোষজনক সমাধান মেলা না পর্যন্ত চলবে অবস্থান, এমনটাই জানানো হয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফে।
এসএসসি (SSC Scam) ভবনের সামনে রাতভর ধর্না চাকরিহারাদের
এদিকে বুধবারই সল্টলেকের এসএসসি (SSC Scam) ভবনের দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিশ। বিধাননগর কমিশনারেটের তরফে করা হয়েছে এ কাজ। ২১ শে ফেব্রুয়ারি তারিখের ওই নোটিশে স্পষ্ট বলা হয়েছে, ২২ শে ফেব্রুয়ারি থেকে ২২ শে এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে জমায়েত করা এবং জোরে মাইক বাজানো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার সকাল থেকে চাকরিহারাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। তারপরেই এসএসসি (SSC Scam) ভবনে সেঁটে দেওয়া হয় ওই নোটিশ।
কী জানালেন চাকরিহারা শিক্ষকরা: নোটিশ দেখে এসএসসি ভবন (SSC Scam) থেকে কিছুটা দূরেই রাতভর অবস্থান করার প্রস্তুতি নেন শিক্ষকরা। তাদের মধ্যে অনেকের বক্তব্য, রাজ্য সরকারই তাদের এভাবে পথে বসিয়েছে। তারা সকলেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সেই সঙ্গে তাঁরা এও জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আশার আলো দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে অবস্থান।
আরো পড়ুন : চাকরি-সম্মান সব গেল, লক্ষ টাকার মাইনে ছেড়ে এসেছিলেন শিক্ষকতায়, এখন কপাল চাপড়াচ্ছেন দম্পতি
তালিকা প্রকাশ সম্ভব: একজন চাকরিহারা শিক্ষক সংবাদ মাধ্যমকে বলেন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, মিরর ইমেজ রয়েছে। যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব। কিন্তু কবে প্রকাশ করা হবে, কবেই বা বিবেচনা করে জানানো হবে সিদ্ধান্ত, তার কোনো উত্তর পাওয়া যায়নি। সেই কারণেই এই অবস্থান আন্দোলন। রোগ এসএসসির (SSC Scam) অফিসেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন : মহাষ্টমীতে গোমাংস রাঁধার কথা বলে বিতর্কের কেন্দ্রে, সেই দেবলীনাকেই সম্মানিত করল RSS! তুঙ্গে বিতর্ক
বৃহস্পতিবার রয়েছে চাকরিহারাদের মহামিছিলও। তার আগে বুধবার রাতে তাদের ধর্নাস্থলে দেখা করতে পৌঁছান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি তাঁদের পাশে আছে। পাশাপাশি পুলিশের আচরণেরও তীব্র নিন্দা করেন তিনি।