বাংলাহান্ট ডেস্ক : ৮০ তম বিজয় দিবসের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানাল রাশিয়া। আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে উপস্থিত থাকতে মোদিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার উপ বিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো। তাহলে কি ফের আগামী মাসে রুশ সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী? সেই নিয়েই শুরু হয়েছে আলোচনা।
রাশিয়া থেকে মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫ সালের ৯ মে সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে নাৎসি জার্মানি। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর মস্কোর তরফে আয়োজন করা হয় বিজয় দিবসের। বিশেষ এই অনুষ্ঠানের অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় বিশ্বের একাধিক রাষ্ট্রনেতাকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইজরায়েলি সেনার ধ্বংসযজ্ঞ ও মার্কিন মুলুকের নয়া আমদানি শুল্ক নীতির আবহেই চলতি বছরের আসন্ন বিজয় দিবসের অনুষ্ঠানে ‘বন্ধু’ মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানালেন পুতিন।
আরও পড়ুন : মহুয়াকে নিয়ে ‘অ্যাকশনে’ মমতা! এরপর হলেই সোজা সাসপেন্ড! সাংসদকে দেওয়া হল ‘লাস্ট ওয়ার্নিং’
মস্কো জানিয়েছে, বিজয় দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে দিল্লিকে। মস্কোর আশা ছিল, তাঁদের আমন্ত্রণে অবশ্যই সাড়া দেবেন মোদি। এদিকে, সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, বিজয় দিবসের অনুষ্ঠানে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া (Russia) যেতে পারবেন না। তবে ভারতের (India) পক্ষ থেকে হাজির থাকতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন : আপাতত বেতন পাবেন ২৬০০০ চাকরিহারা? কবে মিলবে? যা বললেন শিক্ষামন্ত্রী…
সূত্রের খবর, ভারত ছাড়াও রাশিয়ার আরও কিছু বন্ধু রাষ্ট্রের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজয় দিবসের অনুষ্ঠানে। শেষবার গত বছর জুলাই মাসে রাশিয়া সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ পাঁচ বছরে এটিই ছিল মোদির প্রথম রাশিয়া সফর। রাশিয়া সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। ইতিমধ্যেই সেই আবেদনে সাড়া দিয়ে মস্কোর তরফে জানানো হয়েছে, চলতি বছরের শেষের দিকে ভারতে আসতে পারেন পুতিন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বিধা বিভক্ত গোটা বিশ্ব। এই অবস্থায় রাশিয়াকে নিয়ে ভারসাম্য নীতি গ্রহণ করে চলেছে নয়াদিল্লি। পেট্রোলিয়ামসহ একাধিক পণ্য বিগত কয়েক বছরে বেশ সস্তায় রাশিয়া থেকে আমদানি করেছে ভারত। ভবিষ্যতে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যও রয়েছে দিল্লির। এমন পরিস্থিতিতে মস্কোর ডাকে সাড়া দিয়ে সে দেশের বিজয় দিবসের অনুষ্ঠানে মোদি যোগদান করেন কিনা, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।