৩ দিনে দাম কমল আড়াই হাজার! নববর্ষে সস্তা হবে সোনা? জেনে নিন আজকের দর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাংলাসহ গোটা ভারতেই সোনার চাহিদা বরাবরই একটু বেশি। শুধু বিনিয়োগ মাধ্যম হিসাবে নয়, বিভিন্ন অনুষ্ঠান-পার্বণে সোনার ব্যবহার থাকে চোখে পড়ার মতো। তবে বিগত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম (Gold Price)। বাংলা নববর্ষের আগে  কিছুটা স্বস্তি দিয়ে অবশেষে দাম কমল হলুদ ধাতুর।

কলকাতায় আজকে সোনার দর (Gold Price)

গত ৩ দিনে প্রায় আড়াই হাজার টাকা পতন দেখা গিয়েছে সোনার দামে (Gold Price)। আসন্ন বৈশাখে শুরু হবে বিয়ের মরশুম। তার আগে দাম কমায় নিঃসন্দেহে সোনার বাজার বেশ খানিকটা চাঙ্গা করবে বলে আশা ব্যবসায়ীদের। বিশ্লেষকদের একাংশের দাবি, চলতি বছরে আরও খানিকটা কমতে পারে সোনার দাম। এমনকি সোনার দাম ভরি পিছু ৬৫ হাজারের গন্ডিতে এসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন : “পুলিশ তো বাধা দেবেই, আপনারা ডিআই অফিসে যাবেন কেন?” লাঠিচার্জের “ব্যাখ্যা” ফিরহাদের

গহনা তৈরিতে মূলত ব্যবহৃত হয়ে থাকে ২২ ক্যারেটের সোনা। এই ক্যাটাগরিতে খাঁটি সোনার পরিমাণ প্রায় ৯১%। গত ৫ই এপ্রিল শহর কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম (১ ভরি) সোনার দাম ছিল ৮৬ হাজার ৫০ টাকা। এদিন ভরি পিছু সোনার দাম হ্রাস পায় ১,২৫০ টাকা। পরবর্তীতে ৬ ও ৯ তারিখও বেশখানিকটা পড়েছে সোনার দাম। ওই দু’দিন ভরিতে ৯৫০ এবং ৫৫০ টাকা হ্রাস পায় ২২ ক্যারেটের সোনার দাম। এই ৩ দিনে ভরি পিছু সোনার মোট দাম হ্রাস পেয়েছে ২,৭৫০ টাকা।

আরও পড়ুন : কিছুক্ষণেই শুরু হবে ঝেঁপে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

তবে আজ বাজার খোলার সাথে সাথে ফের কিছুটা বেড়েছে সোনার দাম (Gold Price)। ভরিতে ১,৪৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ৮৬ হাজার টাকায়। পাশাপাশি শহর কলকাতায় খুচরো পাকা সোনার (২৪ ক্যারেট) দামেও এসেছে পরিবর্তন। গত ৫ থেকে ৯ এপ্রিলের মধ্যে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে মোট ২,৯০০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি আজ ২৪ ক্যারেট সোনার দামও ফের ঊর্ধ্বমুখী। আজ ভরি পিছু ২৪ ক্যারেটের সোনার দাম বৃদ্ধি পেয়েছে ১,৫০০ টাকা।

Kolkata today gold price.

বিগত কয়েকদিনে কলকাতার (Kolkata) চেয়েও দিল্লিতে আরও বেশখানিকটা হ্রাস পেয়েছে সোনার দাম। উল্লেখিত সময়কালে রাজধানীতে ভরি পিছু সোনার দাম সস্তা হয়েছে ৪,১৫০ টাকা। বাজার বিশ্লেষকদের মতে, আগামী বছরগুলিতে প্রায় ৩৮ % পর্যন্ত সস্তা হতে পারে হলুদ ধাতুর দাম। মার্কিন প্রশাসনের নয়া শুল্ক নীতির ফলে আমেরিকায় আর্থিক মন্দার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তার প্রভাব পড়তে পারে সোনার বাজারেও। সেই কারণেই সোনার দামের পতনের ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকদের একাংশ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X