বাংলাহান্ট ডেস্ক : এই সমাজে এখনো এমন মানুষ রয়েছেন যাদের প্রতিদিনের জীবন কাটে প্রতিকূল প্রকৃতি এবং বন্যপ্রাণীদের সঙ্গে লড়াই করে। ভারত তথা বাংলার দক্ষিণেও সুন্দরবন অঞ্চলের মানুষজনদের নিত্যদিনের জীবনযাত্রাও এমনি বিপদসঙ্কুল। কার্যত জলে কুমির আর ডাঙায় বাঘের সঙ্গে ঘর করতে হয় তাদের। মাঝে মধ্যেই এসে উপস্থিত হয় বিপদ। বাঘের হামলায় প্রায়ই মানুষের প্রাণ হারানোর খবর ভেসে আসে। অন্যদিকে ভেসে যায় তাদের পরিবার পরিজন। ছবির তাঁদের জন্য এক বিশেষ ব্যবস্থা নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বাঘের হামলায় প্রাণ গিয়েছে, এমন তিন মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার রায় দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় স্বস্তি তিন পরিবারে
সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনটি ভিন্ন ভিন্ন সময়ে ঘটে যাওয়া বাঘের হামলার ঘটনায় প্রাণ হারান তিন ব্যক্তি। ১৪ বছর, ১১ বছর এবং ৬ বছর আগে ঘটে ঘটনাগুলি। সেই তিন পরিবারকেই এবার ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফে (Calcutta High Court)। মামলাটির বিচারের দায়িত্বে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মৃত তিন ব্যক্তির পরিবারের সদস্যদের বক্তব্য শোনার পর তিন রায় দেন, তিনটি পরিবারকে ৫ লক্ষ করে মোট ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
দীর্ঘ অপেক্ষার পর এল এই ক্ষতিপূরণ: রায় (Calcutta High Court) ঘোষণার পরে ৮ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বন দফতর এই ক্ষতিপূরণের টাকা তুলে দেবে পরিবারগুলির হাতে। দীর্ঘ কাঠখড় পুড়িয়ে তবে এই টাকার অঙ্কটা পেতে চলেছে তিনটি পরিবার। দীর্ঘ আইনি লড়াই, অপেক্ষার পর অবশেষে সংসার চালানোর জন্য এই টাকাটা পাবেন তারা।
আরো পড়ুন : ‘যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব’, স্বীকার খোদ SSC চেয়ারম্যানের? ঘুরবে মোড়?
তিন ব্যক্তির মৃত্যু হয় বাঘের হানায়: তিনটি পরিবারের মধ্যে গোসাবার বাসিন্দা নিরাপদ মণ্ডলের মৃত্যু হয় সেই ১৪ বছর আগে। তারপর রয়েছে সুন্দরবন কোস্টাল থানা অঞ্চলের বিশ্বজিৎ মণ্ডলের পরিবার। দীর্ঘ ১১ বছর আগে বাঘের হাতে প্রাণ হারান তিনি। অর্জুন মণ্ডল প্রাণ হারান ৬ বছর আগে। এই তিন নিহত ব্যক্তির পরিবার একসঙ্গে পেতে চলেছেন আর্থিক সাহায্য।
আরো পড়ুন : “পুলিশ তো বাধা দেবেই, আপনারা ডিআই অফিসে যাবেন কেন?” লাঠিচার্জের “ব্যাখ্যা” ফিরহাদের
উল্লেখ্য, বাঘের হামলায় প্রাণ হারালে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা করেই ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু অনেক সময়ই অভিযোগ উঠত, বিভিন্ন নিয়ম দেখিয়ে বন দফতর অনেক সময় ক্ষতিপূরণ আটকে দিত। কিন্তু এবার আদালতের (Calcutta High Court) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাঘের হামলায় মৃত্যু প্রমাণিত হলেই নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেক্ষেত্রে কোনো বাছবিচার চলবে না।