বাংলা হান্ট ডেস্ক: ভারতে বর্তমানে IPL-এর ১৮ তম মরশুম চলছে। যেখানে ১০ টি দল ট্রফি জয়ের জন্য তাদের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। এদিকে, গত মরশুমের মতো এবারও মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স এখনও পর্যন্ত বেশ হতাশাজনক। দলটি এখনও পর্যন্ত ৫ টি ম্যাচের মধ্যে ৪ টিতেই পরাজয়ের মুখোমুখি হয়েছে। তবে, এবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের ভারতীয় (Indian National Cricket Team) খেলোয়াড়দের সাথে দেখা করলেন একজন বিশেষ ব্যক্তি।
টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করলেন দুবাইয়ের প্রিন্স:
জানিয়ে রাখি, সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের সাথে দেখা করেছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এদিকে, ICC চেয়ারম্যান জয় শাহও সেখানে উপস্থিত ছিলেন।
View this post on Instagram
দুবাইয়ের প্রিন্স ভারতীয় (India National Cricket Team) খেলোয়াড়দের সাথে দেখা করেন: জানিয়ে রাখি যে, দুবাইয়ের যুবরাজ “ফাজা” নামে সমগ্র বিশ্বে পরিচিত। দুবাইয়ের ক্রাউন প্রিন্স হওয়ার পাশাপাশি তিনি সেখানকার উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীও। ফাজা বর্তমানে ভারত সফরে এসেছেন এবং এই সফর চলাকালীন তিনি গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও দেখা করেন।
আরও পড়ুন: রেপো রেট কমতেই গ্রাহকদের খুলল কপাল! বড়সড় সুখবর শোনাল PNB সহ এই ৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
এরপরে ক্রাউন প্রিন্স মুম্বাই সফর করেন। যেখানে তিনি রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব এবং BCCI-এর প্রাক্তন সচিব জয় শাহের সাথে দেখা করেন। ওই সাক্ষাতের সময়ে, “হিটম্যান” দুবাইয়ের যুবরাজকে ভারতীয় দলের জার্সি উপহার দেন। ওই জার্সির পেছনে দুবাই লেখা ছিল। এর পাশাপাশি, জয় শাহ ICC-র পক্ষ থেকে তাঁকে একটি বিশেষ ট্রফিও উপহার দেন।
আরও পড়ুন: বড় খবর! অলিম্পিকে “এন্ট্রি” হল T20 ক্রিকেটের, কতগুলি দল করবে অংশগ্রহণ?
এদিকে, এই সাক্ষাতের পরিপ্রেক্ষিতে প্রিন্স তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সাথে এক স্মরণীয় সাক্ষাৎ”। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দুবাইয়ের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো। উভয় দেশই একে অপরকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকে ভারত সম্প্রতি দুবাইতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সবকটি ম্যাচ খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সক্ষম হয়েছে “মেন ইন ব্লু”।