IPL-এ বাজিমাত সুপারস্টার রিঙ্কুর! এবার যা করলেন….বেজায় খুশি অনুরাগীরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত শুক্রবার চিপকে মুখোমুখি হয়েছিল IPL-এর গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ঘরের মাঠে সম্পন্ন হওয়া এই ম্যাচটি ইয়েলো আর্মির অনুরাগীদের কাছে ছিল অত্যন্ত “স্পেশাল”। কারণ, ওই ম্যাচ থেকেই এবারের IPL-এ ফের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন এম এস ধোনি। কিন্তু, ওই ম্যাচে দেখা গেল না ধোনির চমক। উল্টে একতরফাভাবে জয় হাসিল করল KKR। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ম্যাচেই দুর্দান্ত রেকর্ড গড়লেন KKR-এর তারকা প্লেয়ার রিঙ্কু সিং (Rinku Singh)।

রিঙ্কু (Rinku Singh) দুর্দান্ত রেকর্ড গড়লেন:

প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের IPL-এ প্রথম থেকে রিঙ্কু (Rinku Singh) তেমন নজর কাড়তে পারেননি। বারংবার ব্যর্থ হতে হয়েছে তাঁকে। কিন্তু, শুক্রবারের ম্যাচে ফের নিজের দাপট দেখিয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের পরিচিত স্টাইলেই ম্যাচ ফিনিশ করেন রিঙ্কু। চার নম্বরে ব্যাট করতে আসা রিঙ্কু ম্যাচ জিতিয়েই ছাড়েন মাঠ।

দুর্ধর্ষ রেকর্ড গড়লেন রিঙ্কু: জানিয়ে রাখি যে, চেন্নাইয়ের বিরুদ্ধে রিঙ্কু (Rinku Singh) ১২ বলে ১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এমতাবস্থায়, দলকে জেতানোর পাশাপাশি তিনি এই রানের ওপর ভর করেই IPL-এ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে KKR-এ খেলছেন রিঙ্কু। বর্তমানে ৫২ টি ম্যাচে রিঙ্কু করে ফেলেছেন ১,০০৭ রান।

আরও পড়ুন: ক্রিকেটে নেই মনোযোগ? জয়সওয়ালকে সতর্ক করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

যেখানে তিনি করেছেন ৪ টি হাফ-সেঞ্চুরি। পাশাপাশি, মেরেছেন ৮০ টি বাউন্ডারি এবং ৫১ টি ছয়। এছাড়াও, রিঙ্কু (Rinku Singh) নিয়েছেন ৩১ টি ক্যাচ। এদিকে, এবারের IPL-এ এখনও পর্যন্ত ৬ টি ম্যাচ খেলে ৫ ইনিংসে রিঙ্কু করেছেন ১১৪ রান। যেখানে তাঁর এভারেজ হল ৫৭।

আরও পড়ুন: ডিউটির সময়ে খাওয়া এবং টয়লেটের জন্য লোকো পাইলটরা পাবেন না বিরতি! স্পষ্ট নির্দেশ রেলের

চলতি বছরের IPL-এ রিঙ্কু মেরেছেন ১৩ টি চার ও ৫ টি ছয়। তাঁর স্ট্রাইক রেট হল ১৬৭.৬৪। এদিকে, গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছয় মেরে KKR-কে ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু (Rinku Singh)। জানিয়ে রাখি যে, অত্যন্ত প্রতিভাবান তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের অনুরাগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাঁর হাসিখুশি মনোভাব এবং সহজ-সরল ব্যবহার খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। এছাড়াও, তাঁর উত্তরণের কাহিনিও সবাইকে অনুপ্রাণিত করে। সেই রিঙ্কুই এবার IPL-এ করে ফেললেন ১,০০০ রান।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X