‘এ তো শুধু চুমুই খেতে…’, সিরিয়াল কিসার ভাবমূর্তি নিয়ে বিষ্ফোরক ইমরান

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘নাবালক’ বদনাম বহু আগেই ঘুচেছে। আর হিন্দি ইন্ডাস্ট্রিকে নাবালক থেকে সাবালক বানানোর পেছনে যে ব্যক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি নিঃসন্দেহে ইমরান হাশমি (Emraan Hashmi)। বলিউডে ‘ইমরান যুগ’এ তৈরি হয়েছে একের পর এক সুপারহিট ছবি। ইমরানের ছবি মানেই তাতে চিত্রনাট্য এবং দুর্দান্ত গানের পাশাপাশি যা থাকত তা হল তাঁর দুরন্ত আকর্ষণ। এক্সপ্রেশন দিয়েই জিতে নিতেন দর্শকদের মন। প্রতিটি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করতে করতে ‘সিরিয়াল কিসার’ তকমাই পেয়ে গিয়েছিলেন ইমরান (Emraan Hashmi)।

নিজের ভাবমূর্তি নিয়ে মুখ খোলেন ইমরান (Emraan Hashmi)

অভিনয় জগতে অনেক সময়ই একই ধরণের ছবিতে অভিনয় করতে করতে ‘টাইপকাস্ট’ হয়ে যান অভিনেতা অভিনেত্রীরা। ইমরানের (Emraan Hashmi) সঙ্গেও ঘটেছিল একই ঘটনা। এমনকি নিজের এই ভাবমূর্তি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার কামব্যাক পডকাস্ট শোতে এসে নিজের ‘রোম্যান্টিক’ ভাবমূর্তি নিয়ে মুখ খোলেন নায়ক।

Emraan hashmi opened up about his image in movie

দর্শকদের কী প্রতিক্রিয়া ছিল: ইমরান (Emraan Hashmi) বলেন, একসময় মানুষ ভাবত তিনি শুধু চুমুই খেতে পারেন। অভিনয়টা পারেন না। কেরিয়ারে বহু ছবি রয়েছে ইমরানের, যেগুলি নিয়ে প্রচুর চর্চা হয়েছে আগে। এমনকি এখনো হয়। তবে ‘সাংহাই’ ছবিটি তাঁর সম্পর্কে দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। ওই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কেড়ে নিয়েছিল দর্শকদের।

আরো পড়ুন : আদানির একটা চালেই ঘুম উড়ল বাংলাদেশের! এবার অন্ধকারে ডুববে পড়শি দেশ?

এই ছবিই বদলে দেয় কেরিয়ার: ছবিটি এবং দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে ইমরান (Emraan Hashmi) মন্তব্য করেন, ‘দর্শকরা তখন ভেবেছিলেন যে আমি হয়তো পর্দায় শুধু চুমুই খেতে পারি। কিন্তু এখন তাঁরা দেখলেন যে অভিনয়টাও পারি’। তবে এর জন্য দর্শকদের দোষ দেননি ইমরান (Emraan Hashmi)। তাঁর প্রতিটি ছবিতে অপ্রয়োজনীয় ভাবেই কিছু এমন দৃশ্য জুড়ে দেওয়া হত। সাংহাই ছবিটি তাঁকে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রতিক্রিয়া এনে দিয়েছিল। দুই পক্ষেরই প্রশংসা পেয়েছিলেন তিনি।

আরো পড়ুন : ভ্যাপসা গরমকে বলুন টাটা, চারদিন ধরে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ এই জেলা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

ইমরান আরো বলেন, ২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত বেশ কয়েকটি পরপর ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন তিনি। জন্নত ২, রাজ ২, রাজ ৩, মার্ডার ২, দ্য ডার্টি পিকচার এর মতো ছবিগুলি নিয়ে চর্চা হলেও বক্স অফিসে সেগুলি মাঝারি মাপের ব্যবসা করেছিল। তবে ইমরান জানান, নিজের সমগ্র কেরিয়ারেই তিনি প্রচুর ভালোবাসা পেয়েছেন দর্শকদের। বর্তমানে নিজের ছবির ধরণ বদলে দিয়েছেন তিনি। আগামীতে ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে দেখা যাবে ইমরানকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X