বাংলা হান্ট ডেস্কঃ সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Act) বিরোধীতায় দেশভর প্রতিবাদ জারি সংখ্যালঘুদের। আর সেই বিক্ষোভের ঝাঁঝ যেন ক্রমশই বাড়ছে বাংলায়। খুন, হিংসা, ভাঙচুর, অগ্নিকাণ্ড… অশান্তির ঘটনা অব্যাহত। আইন বাতিলের দাবিতে শুক্রবার বিকেলে রণক্ষেত্রের রূপ নেয় মুর্শিদাবাদ (Murshidabad)। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও তাড়া করছে ভয়। এরই মধ্যে মুর্শিদাবাদে হিংসার জেরে অনেক হিন্দু পরিবার ঘরছাড়া বলে খবর সামনে আসছে।
মুর্শিদাবাদে ঘরছাড়া হিন্দুরা? Murshidabad
মুর্শিদাবাদে ক্রমাগত বাড়তে থাকা হিংসার ঘটনার জেরে এবার ঘর ছাড়তে শুরু করলেন হিন্দুরা! এমনটাই অভিযোগ বিজেপির। অভিযোগ, প্রাণটুকু বাঁচাতে যৎসামান্য জিনিসপত্র নিয়ে ভিটেমাটি ছাড়ছেন তাঁরা। ইতিমধ্যেই গঙ্গাপারে এসে ভিড় করা মানুষজনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরছাড়া মানুষগুলোর মধ্যে কেউ বলছেন, ‘মুসলিমরা প্রচুর অত্যাচার চালাচ্ছে। বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। আগুন লাগিয়ে দিচ্ছে। পুলিশ প্রশাসন মাঝেমধ্যে এসে পালিয়ে যাচ্ছে।’ পাস থেকে এক মহিলা কাঁদতে কাঁদতে বলছেন ‘ আমাদের বাড়ি ঘরে সব আগুন ধরিয়ে দিয়েছে।’ ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।
এরই পাশাপাশি আরও কিছু ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ‘ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ ধর্মান্ধদের ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ৪০০ জনেরও বেশি হিন্দু নদী পার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে মালদহের বৈষ্ণবনগরের দেওনাপুর-সোভাপুর জিপির পার লালপুর হাই স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাংলায় ধর্মীয় নিপীড়ন চলছে। তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতি উগ্রপন্থীদের উৎসাহিত করেছে। হিন্দুদের শিকার করা হচ্ছে, আমাদের লোকেরা তাদের নিজের দেশে তাদের জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছে!’
শুভেন্দু লেখেন, ‘আইনশৃঙ্খলার এই ভাঙনকে অনুমোদন দেওয়া রাজ্য সরকারের লজ্জা। আমি জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনকে এই বাস্তুচ্যুত হিন্দুদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার এবং এই জিহাদি সন্ত্রাস থেকে তাদের জীবন রক্ষা করার জন্য অনুরোধ করছি। বাংলা পুড়ছে। সামাজিক কাঠামো ছিঁড়ে গেছে। যথেষ্ট হয়েছে।’
সুকান্ত মজুমদার লেখেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গড়া হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের দুর্বিষহ পরিণতি দেখুন! মমতা বন্দ্যোপাধ্যায়ের বেআব্রু তোষণের রাজত্বে হিন্দুরাই এখন নিজভূমে পরবাসী হয়ে জীবনধারণ করতে বাধ্য… কট্টরপন্থী মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ভিটে-মাটি ছেড়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবারকে ঠাঁই নিতে হয়েছে মালদার পারালাল হাই স্কুল প্রাঙ্গণে!’
সুকান্ত আরও লেখেন, ‘হিন্দুদের জন্য এই চরম বিপদশঙ্কুল দিনেও তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে শোনা যাচ্ছে! স্বাধীন ভারতের মাটিতেও বিভাজনের বিভীষিকাময় ইতিহাস পশ্চিমবঙ্গের বাঙালিকে চাক্ষুষ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!’
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, ‘বাঙালি হিন্দুদের পূর্বপুরুষদের জন্মভূমি এই পশ্চিমবঙ্গ। তবে বর্তমান পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে সেই পূর্বপুরুষদের জন্মভূমির সাথে খুব একটা সাদৃশ্যপূর্ণ নয় আজকের মুর্শিদাবাদ। হিন্দু পরিবারগুলি, বিশেষ করে মহিলা এবং মেয়েরা সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে নৌকায় পালিয়ে যাচ্ছেন। বৈষ্ণবনগরের পারলালপুর গ্রামে আশ্রয় নিচ্ছেন।’
https://x.com/SuvenduWB/status/1911253522126938278
আরও পড়ুন: হঠাৎ নামবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে হবে ঝড়ও, রবিতে কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট
এই ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে মালব্য লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনিয়ন্ত্রিত এবং নির্মম ক্ষমতার পিছনে ছুটতে থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। একসময় যা অদ্ভুত, মনোরম অঞ্চল ছিল তা এখন তা রক্তপাত এবং ভয়ের অঞ্চলে পরিণত হয়েছে।’