বাংলাহান্ট ডেস্ক : তিন বছর আগে মুক্তি পেয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Delhi Files)। একটি ছবি যেন ভেতর থেকে নাড়া দিয়েছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তথা গোটা দেশকে। উপত্যকায় হিন্দু পণ্ডিতদের গণহত্যার রক্তাক্ত ইতিহাসকে সেলুলয়েডের পর্দায় তুলে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (The Delhi Files)। তুমুল তর্ক বিতর্কের মাঝে মুক্তি পেয়েছিল ছবিটি। ধুঁকতে থাকা বলিউডে বক্স অফিসে সাফল্য এবং সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল ছবিটি। এবার ওয়াকফ বিতর্কের মাঝেই অশান্ত বাংলায় ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (The Delhi Files) এর ঘোষণা করলেন অগ্নিহোত্রী।
দিল্লি ফাইলস এর বেঙ্গল চ্যাপ্টার (The Delhi Files) এর ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রী
ওয়াকফ সংশোধনী আইন চালু হওয়ার পর থেকেই অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে বাংলায়। কিছুদিন আগেই খাস কলকাতার পার্ক সার্কাসের মোড় বিক্ষোভ-প্রতিবাদে সোচ্চার হয়েছিল। সেই উত্তাপ পরবর্তীতে ছড়ায় জেলায় জেলায়। বিগত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের পরিস্থিতি হয়ে রয়েছে অগ্নিগর্ভ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অশান্তির খবর আসছে সেখান থেকে। এর মাঝেই এক্স হ্যান্ডেলে ওয়াকফ প্রতিবাদের একটি ভিডিও শেয়ার করে আসন্ন ছবির (The Delhi Files) ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রী।
ভিডিও শেয়ার করেছেন পরিচালক: বিবেকের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের মাথায় উঠে হাতে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ওড়াচ্ছেন একজন। রাস্তায় মানুষে মানুষে ছয়লাপ। কয়েকজনের হাতে তেরঙা, কয়েকজনের হাতে দেখা গেল প্যালেস্টাইনের পতাকা। ভিডিওটি শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার, খুব শীঘ্রই আসছে। (না এটা ছবির কোনো দৃশ্য নয়, এটা বাস্তব)’।
#TheDelhiFiles: Bengal Chapter. Coming Soon.
(No, this isn’t a scene from the film. It’s real). pic.twitter.com/S7OvEaU7yf— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 12, 2025
আরো পড়ুন : হটস্পট মুর্শিদাবাদ! এবার গুলিবিদ্ধ সামসের নাদার, BSF-র বিরুদ্ধে অভিযোগ পরিবারের
কী উঠে আসবে ছবিতে: গত বছরই ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (The Delhi Files) এর ঘোষণা করেছিলেন বিবেক। সে সময় তিনি মন্তব্য করেছিলেন, ছবিটি যেহেতু বাংলার রাজনীতি এবং সংগ্রামের কাহিনি তুলে ধরবে তাই একে বেঙ্গল ফাইলস নাম দেওয়া যেত। কিন্তু ভারতের ভাগ্য লেখা হয়েছে দিল্লিতে, বাংলায় নয়। দিল্লিতে ১৯৪০ এ যা হয়েছিল তার জন্য বাংলাকে (The Delhi Files) ভুগতে হয়েছে। তবে পরিচালক জানান, ‘ডিরেক্ট অ্যাকশন ডে’, নোয়াখালির ঘটনা সবটাই উঠে আসবে এই ছবিতে।
আরো পড়ুন : চাকরি বাতিল ২৬ হাজারের, এরই মধ্যে বড় ‘পদক্ষেপ’ পার্শ্ব শিক্ষকদেরও! লাটে ওঠার জোগাড় পড়াশোনা
প্রসঙ্গত, দিল্লি ফাইলস এর শুটিং করতে বাংলায় এসেছিলেন বিবেক। মুর্শিদাবাদেই ছিল শুটিং লোকেশন। কিন্তু ওয়াকফ আইনের প্রতিবাদের জেরে বর্তমানে যা পরিস্থিতি হয়েছে ওই জেলায়, তাতে শুটিং করা ‘অসম্ভব’ হয়ে উঠেছিল বলে অভিযোগ করেন পরিচালক। শনিবার তিনি মন্তব্য করেন, মুর্শিদাবাদে চিত্রগ্রহণ করা অসম্ভব হয়ে উঠেছিল। সরকার বা পুলিশ কারোর সাহায্য নাকি তিনি পাননি। তাই বাধ্য হয়ে মুর্শিদাবাদ থেকে সরিয়ে মুম্বইয়ে সেট বানিয়ে শুটিং করেন বিবেক। আগামী স্বাধীনতা দিবসেই মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।