সারদার ২৯ লক্ষ টাকা আমি ফেরত দেবো : তৃনমুল সাংসদ শতাব্দী রায়

বাংলাHunt :সারদা ইস্যু তৈরি যখন একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রীদের ডাকছে। সেই সময় তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় কে একাধিকবার চিঠি চেয়েছে ইডি এবং একাধিকবার হাজিরা দিতে বলা হয়েছে। জানতে চাওয়া হয়েছে কেন তিনি সারদা থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন? ইডির অফিসারদের জবাবে অভিনেতা তৃণমূল সাংসদ শতাব্দী রায় আজ হঠাৎ একটি চিঠি দিয়ে ও তাদের জানায় তিনি তার কাছে যে ২৯ লক্ষ টাকা সারদা থেকে নিয়েছিলে। সেই টাকা তিনি ফেরত দেবেন অর্থাৎ সারদা চিটফান্ড এর থেকে যে টাকা আত্মসাৎ করেছিলেন তা অবশ্যই ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।images 7 2

এখন ইডি অফিসারদের কোনো উত্তর পাওয়া যায়নি কিন্তু এই প্রথম কোনো সাংসদ টাকা ফেরত দেওয়ার কথা বললেন এবং কিভাবে হঠাৎ কেন শতাব্দি রায় টাকা ফেরত প্রস্তাব দিয়ে চিঠি দিলেন? এভাবে প্রশ্ন উঠছে মূলত দুটি কারণ হতে পারে। এক স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে সমাজের চোখে আরো বড় ভালো মানুষ হওয়ার প্রমাণ আরেকটি হতে পারে তৃণমূলের থেকে বহিস্কৃত হওয়ার জন্য তিনি টাকা ফেরত দিয়ে বিজেপিতে যোগদান করতে পারে, কারণ বেশ কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুগলিতে একটি জনসভায় বলেন যদি তৃণমূল -সিপিএম এর কেউ টাকা নিয়ে থাকে তাহলে সেই টাকা ফেরত দিয়ে গঙ্গা স্নান করে আমাদের দলে আসুন আমরা সদরে গ্রহন করব অর্থাৎ দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। তাহলে কি শতাব্দী রায় সেই পথে হাঁটতে চলেছে? শতাব্দীর পক্ষ থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি কিন্তু শোনা যাচ্ছে যে তিনি যথাসম্ভব দ্রুত টাকা ফেরত দিতে চেয়েছেন।

shatabdi royতিনি ক্লিনচিট তকমা পেয়ে যাবে। সারদা-কাণ্ডে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি মানুষের টাকা লুট হয়েছে। তাই সারদা মামলা দ্রুত শেষ করে রিপোর্ট পেশ করতে শতাব্দী রায় মতো হেবিওয়েট দের একের পর ডাকা হবে। শতাব্দি রায় কবে টাকা ফেরত দেয় সেই দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

Udayan Biswas

সম্পর্কিত খবর