বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তাল রাজ্য। দিকে দিকে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হয়েছে সংখ্যালঘুরা। এই নিয়েই হিংসার সাম্প্রদায়িক বলি মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জের ২ ব্যক্তি। সম্পর্কে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জোড়া খুনের ঘটনায় ছড়িয়েছে রাজনৈতিক উত্তাপও। এই ইসুতেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
মুর্শিদাবাদ ইস্যুতে বেনজির আক্রমণ দিলীপের | Murshidabad Issue
সামসেরগঞ্জে সাম্প্রদায়িক হিংসায় মৃত ২ হিন্দুকে তাদের সমর্থক কমরেড বলে দাবি করেছেন সিপিএম। এই নিয়েই CPIMকে তীব্র আক্রমণ করলেন গেরুয়া নেতা দিলীপ ঘোষ। এদিন সংবাদমাধ্যমের সামনে এই ইস্যুতে দিলীপবাবু বলেন, ‘এই সিপিএমকে লোকে আজ এই জন্যই ঝাড়ু মেরেছে। এরা কত বজ্জাত, মারা গেছে সেখানেও পার্টির রং ঢোকাচ্ছে। এটা বলছে না যে হিন্দু মারা গেছে। সিপিএম হিন্দুদের বোকা বানিয়েছে।’
সিপিএমকে দেশদ্রোহী তকমা দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘দেশ ভাগকে সমর্থন করেছে কমিউনিস্ট পার্টি। মুসলিম ভোটের জন্য ৩৫ বছর ধরে এই উগ্রপন্থীদের মদত দিয়ে এসেছে। আজ যখন ওরা সিপিএমকে তালাক দিয়েছে। তাই এরা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছ। কিন্তু এদের অভ্যাস এখনও পাল্টায়নি। এটা বলছে না যে হিন্দু মারা হয়েছে, পার্টির সদস্য বলা হচ্ছে।’ দিলীপের কটাক্ষ, ‘ওদের তো পার্টিই নেই তার সদস্য কী?’
আরও পড়ুন: ঘরছাড়াদের ফিরিয়ে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক! মুর্শিদাবাদ কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা
হিন্দুদের পরামর্শ দিয়ে দিলীপ বলেন, ‘সোহরাবর্দির সময়ও ওরা সহযোগিতা করেছে। এরা সর্বদাই হিন্দুদের বিরুদ্ধে। আজও যে কটা হিন্দুর ভোট পায় তাদের ভাবা উচিত এই দেশদ্রোহী কমিউনিস্ট পার্টিকে তারা সমর্থন করবে কি না। আরজি করের আন্দোলনকে বিভ্রান্ত করেছে এরা। বর্তমানে ২৬ হাজার চাকরিহারাদের যে আন্দোলন তাদেরও ডান – বাম করে মমতাকে সাহায্য করছে এরা।’