SBI-র দুর্ধর্ষ চমক! এবার বড় সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক, কপাল খুলল কোটি কোটি গ্রাহকের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার স্বস্তি পেতে চলেছেন দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI (State Bank Of India)-এর কোটি কোটি গ্রাহক। এমতাবস্থায়, আপনারও যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, স্টেট ব্যাঙ্ক এবার লোনের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। তবে, এই ব্যাঙ্ক MCLR (Marginal Cost of Funds Based Lending Rate)-এ কোনও পরিবর্তন করেনি। যদিও, SBI EBLR (External Benchmark Lending Rate) এবং RLLR (Repo Linked Lending Rate) কমিয়েছে।

গ্রাহকদের স্বস্তি দিল SBI (State Bank Of India):

EBLR এবং RLLR হ্রাস: জানিয়ে রাখি যে, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমানোর পর SBI (State Bank Of India) লোনের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। এমতাবস্থায়, নতুন হারগুলি আজ অর্থাৎ ১৫ এপ্রিল ২০২৫ থেকে প্রযোজ্য হবে। এদিকে, SBI তার EBLR ৮.৯০ শতাংশ থেকে কমিয়ে ৮.৬৫ শতাংশ করেছে। অন্যদিকে RLLR ৮.৫০ শতাংশ থেকে কমিয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছে। উল্লেখ্য যে, এই হারগুলিতে ব্যাঙ্ক কর্তৃক যোগ করা ক্রেডিট রিস্ক প্রিমিয়াম (CRP) অন্তর্ভুক্ত নয়। যেটি মোট সুদের হার নির্ধারণ করে।

State Bank Of India takes big steps for customers update.

সরাসরি প্রভাব পড়বে EMI-এর ওপর: উল্লেখ্য যে, ইতিমধ্যেই RBI কর্তৃক টানা দ্বিতীয়বার রেপো রেট কমানোর পর, এই হার এখন ৬.২৫ শতাংশে নেমে এসেছে। যেহেতু বেশিরভাগ ব্যাঙ্ক তাদের ঋণের সুদের হার এই রেপো রেটের সাথে সংযুক্ত করে, তাই যখন রেপো রেট কমে যায়, তখন ঋণের সুদের হারও কমে যায়। যার ফলে গ্রাহকরা এর সরাসরি সুবিধা EMI-তে ছাড়ের আকারে পান। বিশেষ করে, যাঁরা ফ্লোটিং রেট লোন নিয়েছেন, তাদের EMI এখন কম হবে।

আরও পড়ুন: বঙ্গে নেই চাকরি! শিক্ষক হওয়ার আশায় পড়শি রাজ্যই ভরসা বাংলার চাকরিপ্রার্থীদের

MCLR-এ কোনও পরিবর্তন হয়নি: এদিকে, SBI (State Bank Of India) তার MCLR-এ কোনও পরিবর্তন করেনি। ১ বছরের MCLR এখনও ৯ শতাংশ। যেখানে ৩ বছরের MCLR ৯.১০ শতাংশ রয়ে গেছে। এই হারগুলিও ১৫ এপ্রিল থেকে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: এবার WhatsApp-এই মিলবে সমস্ত তথ্য! গ্রাহকদের সচেতন করতে বড় পদক্ষেপ RBI-র

SBI তার ওয়েবসাইটে জানিয়েছে যে, রেপো রেটে কোনও পরিবর্তন হলে তা সরাসরি গ্রাহকদের গৃহ ঋণ বা সংশ্লিষ্ট ঋণের সুদের হারের ওপর প্রভাব ফেলবে। রেপো রেট বাড়লে ঋণের হারও বাড়বে। এদিকে, এই পরিবর্তন সেইসব গ্রাহকদের জন্য স্বস্তি বয়ে আনবে যাঁরা SBI (State Bank Of India) থেকে ফ্লোটিং রেটে ঋণ নিয়েছেন। এখন তাঁদের মাসিক EMI কিছুটা কম হবে। তবে, MCLR বেসড ঋণ গ্রহীতারা কোনও স্বস্তি পাননি। কারণ এতে কোনও হ্রাস হয়নি।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X