‘ইতিহাস বিকৃত করছেন মমতা’! পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ হিসেবে চাপিয়ে দেওয়ার অভিযোগ সুকান্তর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সকাল থেকেই নববর্ষের আনন্দে মেতেছে বাঙালি। পয়লা বৈশাখের সকালেই ‘বাংলা দিবসে’র (Bangla Dibas) শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এই নিয়েই শুরু হল রাজনৈতিক তরজা। ইতিহাস বিকৃত করছেন মমতা, এবার এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

‘বাংলা দিবস’ নিয়ে মমতাকে নিশানা সুকান্তর (Sukanta Majumdar)!

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে ‘বাংলা দিবসে’র শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মমতা লেখেন, ‘আমি বাংলায় গান গাই… ‘বাংলা দিবস’এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন’।


এবার এই নিয়ে পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। ইতিহাস বিকৃত করে পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ‘চাপিয়ে’ দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, দাবি করেন সুকান্ত (Sukanta Majumdar)। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তোপ দাগেন তিনি।

আরও পড়ুনঃ সুপ্রিম-রায়ে সদ্য গিয়েছে চাকরি, এবার আরও ‘বিপাকে’ রাজ্যের বহু শিক্ষক!

বালুরঘাটের বিজেপি (BJP) সাংসদ লেখেন, ‘পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, কিন্তু এই দিন কখনওই বাংলার প্রতিষ্ঠা দিবস নয়। বাংলার সত্যিকারের অস্তিত্বের দিন হল ২০শে জুন, ১৯৪৭। যেদিন ভারতমাতার বীর পুত্র ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির সাহসী সংগ্রাম হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলাকে পাকিস্তানের করাল গ্রাস থেকে বাঁচিয়ে ভারতমায়ের কোলে ফিরিয়ে এনেছিল’।

Sukanta Majumdar

এরপর সরাসরি মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে সুকান্ত লেখেন, ‘ইতিহাসকে বিকৃত করে পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে চাপিয়ে দেওয়ার আপনার এই মরিয়া চেষ্টা নিছকই একটি রাজনৈতিক চাল। এর কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। হিন্দুদের উপর গণহত্যার বিভীষিকার সময় যিনি বুক চিতিয়ে বাংলার রক্ষা করেছিলেন, তিনি ছিলেন মাতা ভারতীর বীর পুত্র পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জি। পশ্চিমবঙ্গ আপনার তৈরি করা বিকৃত ইতিহাসের ফল নয়। বরং পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির রক্ত, আত্মত্যাগ এবং সংগ্রামের ফসল’।

সুকান্তর (Sukanta Majumdar) হুঁশিয়ারি, ‘বাংলার ইতিহাসকে পুনর্লিখনের অন্যায় চেষ্টা করবেন না। এই বাংলার হিন্দু বাঙালিরা সমস্ত অত্যাচারের সাক্ষী থেকেছে। আপনার সীমাহীন তোষণের রাজত্বে বর্তমানেও অত্যাচারিত হচ্ছে আর সময় এলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বর্বরতার শাসনের বিরুদ্ধে সমুচিত জবাব দিতেও পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা প্রস্তুত!’

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X