বাংলা হান্ট ডেস্ক: এবার অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা ঘটল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির দুর্গাপুর (NIT Durgapur) ক্যাম্পাসে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গবেষণা চলাকালীন আচমকাই ল্যাবরেটারির বাইরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যার জেরে গুরুতর আহত হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। এর পাশাপাশি আকাশ মাঝি নামে পড়ুয়াও আহত হয়েছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির দুর্গাপুর (NIT Durgapur) ক্যাম্পাসে বিস্ফোরণ:
এমতাবস্থায়, তাঁরা দু’জনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে যে, মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং সংক্রান্ত গবেষণার কাজ চলছিল। সেই সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটে।
ওই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, সেখানে থাকা রাসায়নিক ছিটকে রীতিমতো ঝলসে যান অধ্যাপক এবং ওই পড়ুয়া। তাঁদেরকে দ্রত দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে, অধ্যাপকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: প্রথমবার এই দেশে T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া! শিডিউল ঘোষণা করল BCCI
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ((NIT Durgapur) মুখ্য জনসংযোগ আধিকারিক কৃষাণ রায় জানান, “চিকিৎসকদের সাথে এখনও কথা হয়নি। তবে, অধ্যাপকের অবস্থা সঙ্কটজনক।” তবে, তাঁর শারীরিক অবস্থার বিবেচনা করে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: SBI-র দুর্ধর্ষ চমক! এবার বড় সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক, কপাল খুলল কোটি কোটি গ্রাহকের
পাশপাশি, ওই প্রতিষ্ঠানের (NIT Durgapur) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল ইয়ারের পড়ুয়া দেবব্রত হেমব্রম জানিয়েছেন, “ল্যাবরেটারির বাইরে গবেষণা চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের জেরে একজন অধ্যাপক ও পড়ুয়া গুরুতর জখম হন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়ে।” এর পাশাপাশি আরও দু’জন পড়ুয়া সামান্য আহত হন বলেও জানা গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।