অপেক্ষার পালা শেষ…বোলারদের ঘুম উড়িয়ে টিম ইন্ডিয়ায় ফিরতে চলেছেন এই ব্যাটার, খুশি অনুরাগীরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দিকে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) অবস্থা রীতিমতো শোচনীয় হয়ে পড়ে। প্রথমে তারা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় এবং তারপর অস্ট্রেলিয়া সফরেও চরম ব্যর্থ হয়। সেই সময়ে ক্রিকেট অনুরাগীরা দু’জন খেলোয়াড়কে মিস করেছিলেন। তাঁরা হলেন অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারা। এই দুই ব্যাটারই দলের অংশ ছিলেন না। কিন্তু এখন তাঁদের একজনের কামব্যাক হতে চলেছে।

ভারতীয় দলে (India National Cricket Team) প্রত্যাবর্তন করবেন পূজারা?

ইংল্যান্ড সফরে যাবে ভারত: আসলে, পূজারা ইনস্টাগ্রামে এমন একটি পোস্ট শেয়ার করেছেন যা আলোড়ন তুলেছে। ইতিমধ্যেই তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভক্তরা জল্পনা শুরু করে দিয়েছেন। উল্লেখ্য যে, IPL ২০২৫-এর পর, টিম ইন্ডিয়া (India National Cricket Team) আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে। এই দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সম্পন্ন হবে। ওই সিরিজে চেতেশ্বর পূজারা ফিরতে পারেন। তিনি তাঁর স্ত্রী পূজা পাবারির সাথে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। আর তারপরেই এই বিষয়ে জল্পনা শুরু হয়েছে। পূজারা বর্তমানে ভারতের টেস্ট দলে ফিরে আসার দিকে মনোনিবেশ করছেন। ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে তিনি সৌরাষ্ট্রের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Puja (@puja_pabari)

ইঙ্গিত দিয়েছেন পূজারা: চেতেশ্বর পূজারা তার ইন্সটা পোস্টের মাধ্যমে একটি বড় ইঙ্গিত দিয়েছেন। যেখানে একটি ছবিতে, তিনি তাঁর স্ত্রীর সাথে দাঁড়িয়ে আছেন এবং তিনি টেস্ট ম্যাচের পোশাক পরে আছেন। তাঁর হাতে একটি ব্যাটও রয়েছে। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “অপেক্ষা প্রায় শেষ। উত্তেজক কিছু ঘটতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকুন।”

আরও পড়ুন: গবেষণার সময়ে দুর্গাপুর NIT-তে বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে ঝলসে গেলেন অধ্যাপক, গুরুতর আহত পড়ুয়া

পূজারা IPL-এ ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন: জানিয়ে রাখি যে পূজারা বর্তমানে IPL-এর এই মরশুমে একজন ধারাভাষ্যকার এবং বিশ্লেষকের ভূমিকা পালন করছেন। চলতি বছরের শুরুতে এই ভারতীয় কিংবদন্তি ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের (India National Cricket Team) প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: প্রথমবার এই দেশে T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া! শিডিউল ঘোষণা করল BCCI

এই প্রসঙ্গে রেভস্পোর্টজ-এর সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, “একজন ক্রিকেটার হিসেবে, আমি সবসময় ভারতীয় দলের হয়ে খেলতে চাই এবং সেই সাফল্য অর্জনের জন্য আমি যা করতে পারি তা করছি।” তিনি আরও জানান, “দলের (India National Cricket Team) যদি আমার প্রয়োজন হয়, আমি প্রস্তুত।”

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X