হু হু করে বাড়ছে দাম! শেয়ার বাজারে ঝড় তুলল আদানি গ্রুপের এই “ঘুমন্ত স্টক”

Published On:

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে মঙ্গলবার ঝড় তুলল আদানি গ্রুপের (Adani Group) একটি স্টক। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের কোম্পানি আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম মঙ্গলবার ৫ শতাংশেরও বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে আদানি গ্রুপের (Adani Group) এই শেয়ার:

মূলত, ২০২৫ অর্থবর্ষে অপারেশনাল আপডেট প্রকাশের পর কোম্পানির শেয়ারের এই বৃদ্ধি দেখা গেছে। মঙ্গলবার আদানি গ্রুপের (Adani Group) এই শেয়ার ৫.৩৩ শতাংশ বৃদ্ধির সাথে ৯৪১.৪০ টাকার স্তরে পৌঁছেছিল। তবে, বাজার বন্ধের সময়, BSE-তে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৯৩৬.৪৫ টাকার স্তরে।

This share of Adani Group are attracting everyone.

বৃদ্ধি পেয়েছে অপারেশনাল ক্ষমতা: আদানি গ্রিন এনার্জি জানিয়েছে যে, তাদের অপারেশনাল ক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধির পর, এই সংস্থার কর্মক্ষমতা ২০২৫ অর্থবর্ষে ১৪.২ গিগাওয়াটে পৌঁছবে। কোম্পানিটি তার ক্ষমতা আরও ১ গিগাওয়াট বাড়ানোর চেষ্টা করছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ১৫.২ গিগাওয়াটে পৌঁছে যাবে।

আরও পড়ুন: অপেক্ষার পালা শেষ…বোলারদের ঘুম উড়িয়ে টিম ইন্ডিয়ায় ফিরতে চলেছেন এই ব্যাটার, খুশি অনুরাগীরা

জানিয়ে রাখি যে, ১৪,২৪৩ মেগাওয়াটের মধ্যে, গ্রিনফিল্ড ৩,৩০৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। এর মধ্যে ২৭১০ মেগাওয়াটের সোলার প্রোজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই সৌর প্রকল্পগুলি গুজরাট, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এছাড়াও ৫৯৯ মেগাওয়াট ক্ষমতার একটি উইন্ড প্রকল্প রয়েছে। গত ৫ বছরে, আদানি গ্রিন এনার্জি ৪৫ শতাংশ সিএজিআর হারে বিদ্যুৎ উৎপাদন করেছে।

আরও পড়ুন: গবেষণার সময়ে দুর্গাপুর NIT-তে বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে ঝলসে গেলেন অধ্যাপক, গুরুতর আহত পড়ুয়া

আদানি গ্রুপের এই স্টকটি শেয়ার বাজারে লড়াই করছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত এক সপ্তাহে, আদানি গ্রুপের (Adani Group) এই শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। এরপরেও, আদানি গ্রুপের এই শেয়ারে ৬ মাস ধরে রাখা বিনিয়োগকারীদের পোর্টফোলিও ৪৬ শতাংশ কমে গেছে। ১ বছরে আদানি গ্রিন এনার্জির শেয়ার ৪৮ শতাংশ কমেছে। এই কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ২,১৭৩.৬৫ টাকা। পাশপাশি কোম্পানির ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য হল ৭৫৮ টাকা। আদানি গ্রুপের এই কোম্পানির শেয়ার ৩ বছরে ৬৭ শতাংশ কমেছে।
(সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, এখানে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন)।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X