বাংলা হান্ট ডেস্ক: IPL-এর ইতিহাসে সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করল পাঞ্জাব কিংস (Punjab Kings)। মঙ্গলবার মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এবং কলকাতা। এই ম্যাচে পাঞ্জাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এদিকে, প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান করে শ্রেয়স আইয়ারের দল। যার জবাবে ব্যাট করতে নেমে KKR মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায়।
IPL-এ বিরাট নজির গড়ল পাঞ্জাব (Punjab Kings):
পাঞ্জাবের (Punjab Kings) হয়ে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন যুজবেন্দ্র চাহাল। তিনি ৪ টি উইকেট নিয়েছেন। মার্কো জ্যানসন ৩টি উইকেট নেন। পাশাপাশি, প্রভসিমরান সিং ৩০ ও প্রিয়াংশ আর্য করেন ২২ রান। এদিকে, কলকাতার হর্ষিত রানা ৩ উইকেট নেন। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন ২ টি করে উইকেট নেন।
Cricket mein kabhi bhi kuch bhi ho sakta
Kitna shandar match tha aaj ka… #PBKSvKKR— Arjun (@Thakur_Sahab_21) April 15, 2025
পাঞ্জাব সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করল: পাঞ্জাব (Punjab Kings) আজকের ম্যাচে ১১১ রান ডিফেন্ড করে। আর এর মাধ্যমেই এই দলটি IPL-এ সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে ফেলা দল হিসেবে বিবেচিত হচ্ছে। পাঞ্জাবের আগে, ২০০৯ সালে চেন্নাই সুপার কিংস পাঞ্জাবের বিরুদ্ধে ১১৬ রানে ডিফেন্স করেছিল। সেই ম্যাচে পাঞ্জাব মাত্র ৯২ রান করেছিল।
আরও পড়ুন: হু হু করে বাড়ছে দাম! শেয়ার বাজারে ঝড় তুলল আদানি গ্রুপের এই “ঘুমন্ত স্টক”
জ্যানসেন রাসেলকে বোল্ড করেন: জানিয়ে রাখি যে, এই ম্যাচে শেষ ৩০ বলে কলকাতার প্রয়োজন ছিল ১৭ রান। সেই সময়ে মার্কো জ্যানসেন বোলিং করতে আসেন। প্রথম বলটি শর্ট পিচ করায় আন্দ্রে রাসেল একটা বড় শট খেলতে যান। কিন্তু বলটি তাঁর ব্যাটে লেগে স্টাম্পের সাথে ধাক্কা খায়।
আরও পড়ুন: অপেক্ষার পালা শেষ…বোলারদের ঘুম উড়িয়ে টিম ইন্ডিয়ায় ফিরতে চলেছেন এই ব্যাটার, খুশি অনুরাগীরা
এদিকে, রাসেলের উইকেটের সাথে সাথে পাঞ্জাব (Punjab Kings) ৯৫ রানে অলআউট হয়ে যায়। জ্যানসেন তৃতীয় উইকেট হাসিল করেন এবং পাঞ্জাব ১৬ রানে ম্যাচ জিতে যায়।