বাংলা হান্ট ডেস্কঃ জলাভূমি ভরাট করে নির্মাণ গড়ে তোলার অভিযোগ বারে বারে সামনে এসেছে। শুধু কলকাতা (Kolkata) বা শহরাঞ্চল নয়, মফস্বলগুলিতেও জলাভূমি বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ শোনা যায়। সম্প্রতি রাজারহাট এলাকায় জলাশয় ভরাট করে নির্মাণের অভিযোগ সামনে আসে। সেই সংক্রান্ত মামলাতেই এবার অবিলম্বে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
‘অ্যাকশনে’ কলকাতা হাইকোর্ট | Calcutta High Court
মঙ্গলবার প্রধান বিচারপতি এস শিবজ্ঞানমের এজলাসে মামলা উঠলে নির্মাণকাজ বন্ধের পাশাপাশি সংশ্লিষ্ট BLRO-কে এলাকায় গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে আদালতে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিগত কিছু সময়ে কলকাতার আশেপাশে বা জেলায় জলাশয় বুজিয়ে বহুতল নির্মাণের একাধিক অভিযোগ সামনে এসেছে।
প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে এই নির্মাণ কাজগুলো হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই একই অভিযোগ রাজারহাটের এই ঘটনাতেও। রাজারহাটের ফয়রা ভবনের কাছে একটি জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসে সম্প্রতি। একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টে যান এক ব্যক্তি।
মঙ্গলবার সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ অবিলম্বে ওই বহুতল নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে রিপোর্টও তলব করেছে উচ্চ আদালত। এদিকে সোমবার আরও একটি মামলায় কড়া নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: অপেক্ষার পালা শেষ…বোলারদের ঘুম উড়িয়ে টিম ইন্ডিয়ায় ফিরতে চলেছেন এই ব্যাটার, খুশি অনুরাগীরা
অভিযোগ ছিল, পূর্ব কলকাতা জলাভূমিতে গড়ে উঠেছে কয়েক হাজার বেআইনি নির্মাণ। পুরসভা কিছু নির্মাণকে বেআইনি বলছে ঠিকই কিন্তু বাকিগুলিকে ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই মামলার ক্ষেত্রে নিযুক্ত সবপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, কোথায় কত বেআইনি নির্মাণ এবং সেগুলির বিরুদ্ধে পুরসভা কী ব্যবস্থা নিয়েছে, সেই নিয়ে আদালতে জমা করতে হবে রিপোর্ট।