বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ আইনের বিরোধিতায় কয়েকদিন ধরে লাগাতার উত্তপ্ত হয়ে ছিল মুর্শিদাবাদ (Murshidabad)। টানা কয়েকদিন জেলার একাধিক এলাকার পরপর হিংসা, বিক্ষোভের ঘটনা জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে। তিনজনের মৃত্যু হয়েছে এর মধ্যে, গ্রেফতার হয়েছে ২০০ র-ও বেশি। নামানো হয়েছে আধাসেনা। আর এবার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাঠে নামল জাতীয় মানবাধিকার কমিশন।
নিয়ন্ত্রণে আনা গিয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) পরিস্থিতি
ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। কিন্তু মুর্শিদাবাদে (Murshidabad) যা ঘটেছে তা সমগ্র দেশের রাজনৈতিক মহলে হয়ে উঠেছিল চর্চা এবং চিন্তার বিষয়। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকা গত কয়েকদিন ধরে ছিল ‘হটস্পট’। পুলিশ, বিএসএফ, আধাসেনা নামিয়েও এসেছে বিক্ষোভের খবর। তবে সম্প্রতি রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম মন্তব্য করেছেন, মুর্শিদাবাদে (Murshidabad) পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোনো ঝামেলার খবর পাওয়া যায়নি।
টিম পাঠাবে জাতীয় মানবাধিকার কমিশন: তবে মুর্শিদাবাদের (Murshidabad) হিংসার ঘটনা জাতীয় রাজনীতিতেও হয়ে উঠেছিল আলোচ্য বিষয়। একটি অভিযোগও জমা পড়েছিল জাতীয় মানবাধিকার কমিশনে, যার ভিত্তিতে এবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চলেছে তারা। মুর্শিদাবাদে বর্তমানে কী পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখতে একটি টিম পাঠানোর কথা জানিয়েছে কমিশন। বলা হয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিচার করেই NHRC এর ডিরেক্টর জেনারেল তদন্তকে নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদে টিম পাঠাতে। মুর্শিদাবাদে (Murshidabad) গিয়ে টিম ঘটনা খতিয়ে দেখে তদন্ত করবে।
আরো পড়ুন : ‘জাট’ সানির এন্ট্রিতেই আউট ‘সিকন্দর’! কত আয় হল সলমনের ছবির?
পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের: মুর্শিদাবাদে (Murshidabad) একাধিক জায়গায় তুঙ্গে উঠেছিল উত্তেজনা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষও হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনো পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দুজনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। অন্যদিকে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গ্রেফতার হয়েছে ২২১ জন।
আরো পড়ুন : ‘সিকন্দর’ এর পর এবার জাট, মুক্তির পর সপ্তাহও কাটেনি, সানির ছবি ঘিরে বয়কটের ডাক
প্রথমে পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফ মোতায়েন করা হয়েছিল। পরে জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে আধাসেনা মোতায়েন হয় মুর্শিদাবাদে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর। এই পরিস্থিতিতেই জেলায় তদন্তে আসছে জাতীয় মানবাধিকার কমিশনের টিম। তবে তারা কবে আসবে তা জানানো হয়নি। তদন্ত করে তিন সপ্তাহের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দেবে টিম। সেই মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।