বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন (WAQF Act) নিয়ে রাজ্যের নানান প্রান্তে অশান্তির আবহেই ইমাম, মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব ঘোষণা মতো বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করেন তিনি। সেখানে শান্তি, সম্প্রীতি, ঐক্যের বার্তা দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব হন মমতা। দাবি করেন, মুর্শিদাবাদে (Murshidabad Violence) পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে।
মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে বিস্ফোরক মমতা (Mamata Banerjee)!
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে। প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। যেখানে গোলমাল হয়েছে, সেটা মুর্শিদাবাদ নয়, মালদা আসন। সেখানে কংগ্রেস জয়ী হয়েছে। জেতার সময় জিতবে আর গোলমালের সময় রাস্তায় নামবে না? কংগ্রেসেরই পরিস্থিতি শান্ত করা উচিত। তৃণমূলের মদতে যদি গণ্ডগোল হতো, তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন বিধায়কের বাড়ি ভাঙচুর হতো না’।
এরপরেই মুর্শিদাবাদের অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন মমতা (Mamata Banerjee)। ‘পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা’ বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বলেন, বাইরে থেকে লোক এনে অশান্তি পাকানো হয়েছে। এর জন্য বিজেপিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ‘দয়া করে অমিত শাহকে কন্ট্রোল করুন’! মুর্শিদাবাদ কাণ্ডের পর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ মমতার
এদিনের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘যত আইটি সেক্টর রয়েছে, অধিকাংশ অমিত শাহের সংস্থা। আমি এতদিন নাম নিইনি। এখন বলতে হচ্ছে। কালীদাসের মতো যে ডালে বসে রয়েছেন সেটা কাটলে তো আমায় বলতেই হবে। মোদীজিকে আমার অনুরোধ, দয়া করে ওনাকে কন্ট্রোল করুন। আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাকে হামাগুড়ি দিতে হবে। তখন কী করবেন?’
নেতাজি ইনডোরের সভা থেকে বিজেপি, কংগ্রেস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করার পাশাপাশি বিতর্কিত ওয়াকফ আইন নিয়েও মুখ খোলেন মমতা (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এদিনও স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গ সরকার এই আইন মানবে না।