বাংলাহান্ট ডেস্ক : বিগত কিছু সময় ধরে পশ্চিমবঙ্গের (West Bengal) পরিস্থিতি চর্চার বিষয় হয়ে উঠেছে জাতীয় ক্ষেত্রে। একাধিক ইস্যুতে ব্যাকফুটে রয়েছে রাজ্য। আর এবার ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২৫ প্রকাশ্যে আসতেই দেখা গেল প্রশাসনিক থেকে বিচার বিভাগীয় ক্ষেত্র, সবেতেই তালিকার সর্বনিম্নে জায়গা হয়েছে বাংলার। এ রাজ্যকে টেক্কা মেরে এগিয়ে গিয়েছে বিহার, উত্তরপ্রদেশও।
সব বিভাগেই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)
পুলিশ, বিচার বিভাগের মতো বিষয়গুলির ক্ষেত্রে দেশের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে হয়েছে একটি সমীক্ষা। ইন্ডিয়া জাস্টিস এর সেই রিপোর্ট অনুযায়ী, সব তালিকাতেই সবথেকে নীচে স্থান পশ্চিমবঙ্গের (West Bengal)। পুলিশ বিভাগের ক্ষেত্রে বড় রাজ্যগুলির মধ্যে সবার উপরে রয়েছে তেলেঙ্গানা। ১০ এর মধ্যে ৬.৮ পয়েন্ট পেয়েছে রাজ্যটি। তারপরেই যথাক্রমে ৬.৪৪ এবং ৬.১৯ নিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক।
কোন রাজ্য কোথায় রয়েছে: চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ছত্তিশগড় এবং মহারাষ্ট্র। উত্তরাখণ্ড পঞ্জাব এবং ওড়িশা রয়েছে যথাক্রমে ছয়, সাত এবং আট নম্বর স্থানে। নবম এবং দশম স্থানে জায়গা করে নিয়েছে গুজরাট এবং বিহার। অন্যদিকে তালিকার সবথেকে নীচে ১৮ তম স্থানে ৩.৩৬ নম্বর নিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। তার উপরেই ১৭ তম স্থানে ৪.২৬ নম্বর নিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।
আরো পড়ুন : বোমা-পিস্তল দেখিয়ে সর্বস্ব লুট, ছাগল পর্যন্ত ছাড়েনি! নববর্ষে সর্বহারা বেতবোনা-জাফরাবাদের বাসিন্দারা
সামনে এসেছে চাঞ্চল্যকর পরিসংখ্যান: ছোট রাজ্যগুলির মধ্যে পুলিশ বিভাগে সবার উপরে রয়েছে সিকিম। এই রাজ্য পেয়েছে ৬.১০ পয়েন্ট। তারপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম। তালিকার সর্বনিম্নে ৩.৩৮ পয়েন্ট নিয়ে রয়েছে গোয়া। বিচার বিভাগের ক্ষেত্রে সবথেকে উপরে রয়েছে কেরল। এই রাজ্যের প্রাপ্ত নম্বর ৭.৪৩। তারপরেই রয়েছে যথাক্রমে তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। ছয় এবং সাত নম্বরে জায়গা করে নিয়েছে যথাক্রমে রাজস্থান এবং পঞ্জাব। অষ্টম, নবম এবং দশকে রয়েছে যথাক্রমে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা।
আরো পড়ুন : স্বামী স্ত্রীর কথা কাটাকাটি চরমে, স্ত্রীর সঙ্গে ৮ মাসের গর্ভস্থ সন্তানকে হত্যা ব্যক্তির!
এই তালিকাতেও সবার নীচে মাত্র ২.৪৫ নম্বর নিয়ে জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। উত্তরপ্রদেশ ৩.৫৬ নম্বর নিয়ে রয়েছে তার উপরে। ছোট রাজ্যগুলির ক্ষেত্রে প্রথম তিনে জায়গা পেয়েছে যথাক্রমে ত্রিপুরা, সিকিম এবং মেঘালয়। বিচার বিভাগের ক্ষেত্রেও গোয়া রয়েছে সবার নীচে। এই রিপোর্ট কার্যত লজ্জার পরিসংখ্যান হয়ে উঠেছে বাংলার (West Bengal) কাছে। দুই ক্ষেত্রেই সবার নীচে স্থান রয়েছে বাংলার। এমনকি ছোট রাজ্যের মধ্যে সর্বনিম্ন গোয়াও নম্বরের দিক দিয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের থেকে।