বিষ্ণোই স্টাইলে হুমকি সলমনকে, তদন্তে নামতেই যা বেরোল… মাথায় হাত পুলিশের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পরপর হুমকি বার্তার জন্য তটস্থ হয়ে রয়েছেন সলমন খান (Salman Khan)। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সবসময় সতর্ক হয়ে চলাফেরা করছেন। এর মাঝেই আবারো আতঙ্ক বাড়িয়ে আসে আরো এক হুমকি বার্তা। এবার হুমকি আরো ভয়াবহ। বাড়িতে ঢুকে খুন করা হবে সলমনকে। তাঁর গাড়িতে রেখে দেওয়া হবে বোমা, এই মর্মেই মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আসে একটি হুমকি মেসেজ। তদন্তে নেমে শেষমেষ আসল ‘মাথা’র কাছে পৌঁছাল পুলিশ।

হুমকি বার্তা আসে সলমনের (Salman Khan) নামে

সোমবার সকালে মুম্বই পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। জানা যাচ্ছে, সেখানে লেখা ছিল, বাড়িতে ঢুকে খুন করা হবে সলমন খানকে (Salman Khan) এবং তাঁর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ঢুকে অভিনেতাকে খুন করার হুমকি দেওয়া হয়। তারপরেই তড়িঘড়ি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ। তদন্তও শুরু হয়েছে ঘটনায়। ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্ভুক্ত ৩৫১ (২) (৩) ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ।

Mumbai police caught who sent threat message to Salman khan

তদন্তে নামে পুলিশ: তদন্তে নেমেই সামনে আসে আসল কাণ্ড। কোনো গ্যাংস্টার নয়, বরং বিষ্ণোইয়ের স্টাইলে হুমকি বার্তাটি পাঠানো হয়েছিল গুজরাট থেকে। প্রেরণকারী মায়াঙ্ক পাণ্ডিয়া, একজন ২৬ বছরের যুবক। পুলিশকে নাকি সে জানিয়েছে, বিষ্ণোই যেভাবে সলমনকে (Salman Khan) হুমকি দেয়, সেই পদ্ধতিটাই অবলম্বন করেছিল সে। উদ্দেশ্য একটাই, ভাইরাল হয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো!

আরো পড়ুন : ‘সারা শরীর কাঁপছিল, বমি করেছিলাম’, ধর্ষণের দৃশ্যে কী হাল হয়েছিল দিয়া মির্জার!

কীভাবে পাঠায় হুমকি: কীভাবে এই ঘটনা ঘটায় সে? পুলিশ সূত্রে খবর, গুগলে সার্চ করে প্রথম মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বর জোগাড় করেছিল ওই যুবক। তারপর সেখানে পাঠিয়ে দেয় হুমকি মেসেজ (Salman Khan)। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার জানান, ওই নম্বর ট্র্যাক করেই মায়াঙ্কের কাছে পৌঁছান তাঁরা। সেখানে গিয়ে জানা যায়, যুবক নাকি মানসিক ভারসাম্যহীন। বিগত এক দশক ধরে তাঁর চিকিৎসা চলছে। মায়াঙ্কের পরিবার ভাদোদরায় একটি ছোট জুসের স্টল চালায়। ছেলে যে এমন কাণ্ড ঘটিয়ে বসে আছে, তাঁরা নাকি তা জানতেনই না!

আরো পড়ুন : কাজ খেয়েছেন অনেকের! রহমানের বিরুদ্ধে বেনজির তোপ অভিজিতের! পালটা দিলেন অস্কারজয়ী

পরে সরকারি বার্তা দিয়ে মুম্বই পুলিশের তরফে জানানো হয়, ওরলি ট্রাফিক কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি বার্তা এসেছিল সলমন খানের নামে। পরে অভিযুক্তকে ধরা হলে তিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রমাণিত হয়েছেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X