‘বাজিগর শুটিংয়ের সময়েই…’, বাস্তবেই সম্পর্কে জড়ানোর কথা ভেবেছিলেন শাহরুখ-কাজল?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডি দুনিয়ার সবথেকে জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম শাহরুখ খান (Shahrukh Kajol) এবং কাজল। অনস্ক্রিনে তাঁদের জুটি এতটাই হিট যে একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তাঁরা, আর প্রায় প্রতিটি ছবিই হিট। তাঁদের অনুরাগীরা বহুবার দাবি করেছেন দুজনকে বাস্তব জীবনে একসঙ্গে দেখার। কিন্তু অদ্ভূত ভাবে বাস্তবে আলাদা আলাদা জীবনসঙ্গী থাকলেও পর্দায় সবসময়ই ঝড় তুলেছে তাঁদের রসায়ন। তবুও কখনও কি বাস্তবে সম্পর্কে জড়ানোর কথা ভেবেছিলেন শাহরুখ কাজল (Shahrukh Kajol)?

পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা ভেবেছিলেন শাহরুখ কাজল (Shahrukh Kajol)?

বাস্তব জীবনে দীর্ঘদিন ধরেই সুখী দাম্পত্য সম্পর্কে রয়েছেন শাহরুখ কাজল (Shahrukh Kajol)। তাঁদের অনস্ক্রিন জনপ্রিয়তার প্রভাব নিজেদের বৈবাহিক সম্পর্কে পড়তে দেননি তাঁরা। তবে সুযোগ পেলে কি কখনো পরস্পরকে ডেট করতেন তাঁরা? এক সাক্ষাৎকারে এমনি প্রশ্ন করা হয়েছিল শাহরুখ কাজলকে। তাঁদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তাঁরা যদি অন্য সম্পর্কে না থাকতেন তাহলে কি একে অপরকে ডেট করতেন?

Shahrukh kajol opened up about his property

কী উত্তর দেন তাঁরা: উত্তরে কাজল বলেছিলেন, তিনি এর উত্তর সত্যিই দিতে পারবেন না। কারণ বাজিগর ছবির শুটিংয়ের সময়েই অজয় দেবগণের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তখনই কাজলের (Shahrukh Kajol) দিকে তাকিয়ে হাসিমুখে শাহরুখ বলে উঠেছিলেন, “হ্যাঁ আমিও ওই সময়ে অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম”। তাঁর মন্তব্য শুনেই হেসে ফেলেন উপস্থিত জনতা।

আরো পড়ুন: কাজ খেয়েছেন অনেকের! রহমানের বিরুদ্ধে বেনজির তোপ অভিজিতের! পালটা দিলেন অস্কারজয়ী

বলিউডের সফল জুটি শাহরুখ কাজল: উল্লেখ্য, বাজিগর ছবিতেই প্রথম বার জুটি বেঁধেছিলেন শাহরুখ কাজল (Shahrukh Kajol)। আর প্রথম ছবিই হয়েছিল সুপারহিট। তারপর থেকে একের পর এক সফল ছবি উপহার দিয়েছে তাঁদের জুটি। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কভি খুশি কভি গম, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, দিলওয়ালের মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তাঁরা। স২”

আরো পড়ুন : বিষ্ণোই স্টাইলে হুমকি সলমনকে, তদন্তে নামতেই যা বেরোল… মাথায় হাত পুলিশের

প্রসঙ্গত, বলিউডে পসার জমানোর আগেই গৌরির সঙ্গে বিয়ে সেরে রেখেছিলেন শাহরুখ। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা একটুও ফিকে হয়নি বলিউডে। অন্যদিকে কেরিয়ারের শুরুতেই অজয়কে বিয়ে করলেও নিজের দমেই জনপ্রিয়তা ধরে রেখেছিলেন কাজল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X