বাংলা হান্ট ডেস্কঃ বৈশাখী গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। রোদ উঠলেই চড়ছে পারদ! এই পরিস্থিতিতে সপ্তাহান্তে বাংলা জুড়ে ঝড়বৃষ্টির (Rainfall Alert) পূর্বাভাস দিল হাওয়া অফিস। কবে কোন জেলা ভিজবে? ইতিমধ্যেই সেকথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।
উত্তর থেকে দক্ষিণ, রাজুজ্যড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)!
চৈত্রের শেষ লগ্ন থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। সপ্তাহান্ত অবধি সেই ধারা বজায় থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে বাংলা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে। বৃষ্টির সঙ্গেই নামবে তাপমাত্রা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণের (South Bengal) প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ৩০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের পরিমাণ খানিক বেশি থাকতে পারে। দোসর হতে পারে ৬০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া। দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে।
আরও পড়ুনঃ ‘সাম্প্রদায়িক হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী’! WAQF-অশান্তির আবহেই বিস্ফোরক মিঠুন
আগামীকালও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ও ঝাড়গ্রামে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। শনি ও রবিবারও বজায় থাকবে ঝড়বৃষ্টির (Rain) এই সিলসিলা।
শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এরপরেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে প্রভাব অনেকখানি হ্রাস পাবে।
রবিবার নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে অল্প ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমবে। তবে বড়সড় কোনও বদল আসবে না। এরপর রোদ উঠলে ফের তাপমাত্রাও বৃদ্ধি পাবে।
দক্ষিণের পাশাপাশি উত্তরের (North Bengal Weather) প্রত্যেকটি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ অল্পবিস্তর বৃষ্টি ও ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই দিনাজপুর ও মালদায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। শনিবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে। তবে মালদা ও উপরের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি বজায় থাকতে পারে। রবিবারও উপরের দিকের পাঁচ জেলায় অল্প ঝড়বৃষ্টি হতে পারে।
মার্চ মাস থেকে হাঁসফাঁস গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। বসন্তকালেই গ্রীষ্মের অনুভব হয়েছে। চৈত্রের শেষ থেকে অবশ্য বিক্ষিপ্তভাবে রাজ্যের নানান জেলায় বৃষ্টিপাত হচ্ছে। বৈশাখেও অব্যাহত সেই ধারা। সপ্তাহান্ত অবধি রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।