শ্রমিক দিবসেই ‘মেগা মিটিং’! জটিলতা সরিয়ে কাটবে পরিচালক-ফেডারেশন দ্বন্দ্ব?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পরিচালক বনাম ফেডারেশন (Federation) দ্বন্দ্বে এবার যবনিকা পতনের সম্ভাবনা তৈরি হয়েছে টলিউডে। দীর্ঘদিন ধরেই ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে রয়েছেন একাধিক পরিচালক প্রযোজক। কখনো কখনো পরিস্থিতি এমনি জটিল হয়ে ওঠে যে অচলাবস্থা কাটাতে আসরে নামতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। অবশেষে এবার বড় পদক্ষেপ নেওয়া হতে চলেছে ফেডারেশনের (Federation) তরফে।

মিটিং করতে চলেছেন পরিচালক এবং ফেডারেশন (Federation)

যেমনটা জানা যাচ্ছে, আগামী ১ লা মে মিটিং করতে চলেছেন ফেডারেশনের (Federation) কলাকুশলীরা। শ্রমিক দিবসেই হতে চলেছে মেগা মিটিং। জানা যাচ্ছে, নিজেদের নানান অধিকার আদায় করতে কলাকুশলীদের কাজের অধিকার রক্ষা করতেই এই মিটিং ডাকা হয়েছে বলে খবর।

Federation and directors will do meeting

অভিযোগ এনেছেন সুদেষ্ণা: অপপ্রচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে চাইছে ফেডারেশনের (Federation) কলাকুশলীরা। এর মাঝেই হঠাৎ বিষ্ফোরণ ঘটিয়েছেন পরিচালক সুদেষ্ণা রায়। তাঁর দাবি, ফেডারেশনের রোষের মুখে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও করে এমনি দাবি করেছেন সুদেষ্ণা।

আরো পড়ুন : বিষ্ণোই স্টাইলে হুমকি সলমনকে, তদন্তে নামতেই যা বেরোল… মাথায় হাত পুলিশের

ফেডারেশনের রোষে পরিচালক: লাইভে সুদেষ্ণা অভিযোগ করেন, তাঁর প্রোডাকশন ম্যানেজার হঠাৎ করেই শুটিং শুরু হওয়ার মাত্র ছয় দিন আগে কোনো কারণ না জানিয়েই কাজ ছেড়ে দিয়েছেন। অথচ সেই প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। শেষমেশ প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য সেই গিল্ড এবং ফেডারেশনকে (Federation) সবটা জানান সুদেষ্ণা। কিন্তু তাঁর অভিযোগ, কোনো সমাধান তো হয়ইনি, উপরন্তু বাকি টেকনিশিয়ানরাও কাজ থেকে সরে দাঁড়িয়েছেন।

আরো পড়ুন :‘বাজিগর শুটিংয়ের সময়েই…’, বাস্তবেই সম্পর্কে জড়ানোর কথা ভেবেছিলেন শাহরুখ-কাজল?

প্রসঙ্গত, এর আগেও বহুবার পরিচালক বনাম ফেডারেশনের সমস্যা সামনে এসেছে। এর জেরে আটকেছে কাজ। বন্ধ হতে বসেছে টলিপাড়া। দুই পক্ষই আঙুল তুলেছে অপরের দিকে। এমনকি সমস্যা গড়িয়েছে আইন আদালত পর্যন্ত। এবার মেগা মিটিংয়ে কী কী হয় সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X