বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বিশ্বচ্যাম্পিয়ন পেল কলকাতা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতার সৌরভ কোঠারি (Sourav Kothari) ভারতের পঙ্কজ আডবাণীকে হারিয়ে বিলিয়ার্ডসে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন সৌরভ।
ফের বিশ্বচ্যাম্পিয়ন হলেন সৌরভ কোঠারি (Sourav Kothari):
এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডের কারলোতে কারলোতে এই খেতাব জেতেন সৌরভ (Sourav Kothari)। এদিকে, তাঁর বাবা মনোজও ১৯৯০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হন। তবে, এবার “টাইম্ড ফরম্যাটে” প্রথমবারের মতো আইবিএসএফ বিশ্বখেতাব জিতলেন সৌরভ।
#News | Sourav Kothari wins the 2025 IBSF World Billiards Championships
Kothari eclipsed the fancied Pankaj Advani in the summit clash.#billiards #ibsf pic.twitter.com/4aTYVdr3JQ
— The Bridge (@the_bridge_in) April 16, 2025
প্রসঙ্গত উল্লেখ্য যে, ফাইনাল ম্যাচের প্রথম আধ ঘণ্টাতেই সৌরভ (Sourav Kothari) লিড পেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। যেটা আর আডবাণীর পক্ষে ছোঁয়া সম্ভব হয়নি। তবে শেষ আধ ঘণ্টায় তিনি যথেষ্ট লড়াইও করেন। ওই ম্যাচে একটা সময়ে ব্যবধান ৫০ পয়েন্টেরও কমে নিয়ে এসেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত বাজিমাত করেন সৌরভ।
আরও পড়ুন: কড়া পদক্ষেপ BCCI-র! টিম ইন্ডিয়া থেকে বাদ গম্ভীরের ঘনিষ্ঠ সহযোগী, বরখাস্ত হলেন আরও ২ জন
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এবারের বিশ্ব বিলিয়ার্ডসে সাম্প্রতিক কালের সমস্ত সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন। যাঁদের সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্ট থেকে শুরু করে ইংল্যান্ডের কসিয়ের ছাড়াও পিটার শিহান, রব হলের মতো তারকা খেলোয়াড়রা ছিলেন।
আরও পড়ুন: ২০২৮ সালের অলিম্পিকে কোথায় খেলা হবে ক্রিকেট? ভেন্যু সম্পর্কে বিরাট ঘোষণা ICC-র
এদিকে, সেমিফাইনালের লড়াইতে সৌরভ (Sourav Kothari) পরাজিত করেন ইংল্যান্ডের ডেভিজ কসিয়েরকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কসিয়ের একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং তিনি অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবেও বিবেচিত হন। কিন্তু, তাঁকেও সেমিফাইনালের পর্বে ৮৬৪-৫৪৭ পয়েন্টে হারিয়েছিলেন সৌরভ।