সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত ছবি ‘সাহো’-র প্রথম গান মুক্তি পাওয়ার পর ছবির দ্বিতীয় গানের টিজার এই মঙ্গলবার মুক্তি পেল গানের নাম ‘Enni Soni’ এবং গানটি কম্পোজ করেছেন গুরু রানধাওয়ান।
প্রভাস ও শ্রদ্ধা কাপুরের অভিনীত ছবি আগামী ৩০ শে আগস্ট মুক্তি পাবে। প্রভাস ও শ্রদ্ধার সিজলিং কেমিস্ট্রি আছে এই ৩৬ সেকেন্ডের টিজারে তা বোঝা যাচ্ছে। সোমবার এই গানের পোস্টার ইনস্টাগ্রামে শ্রদ্ধা কাপুর পোস্ট করে লিখেছেন লিখেছেন পোস্ট করে লিখেছেন লিখেছেন,”এই গান ছুঁয়ে যাবে আপনাদের মনের তার… ছড়িয়ে পড়বে ভালোবাসার জাদু। কালই মুক্তি পাচ্ছে #EnniSoni-র টিজার”।
হিন্দি, তামিল, পাঞ্জাবি, মালায়ালাম, তেলেগু ভাষায় মুক্তি পাবে এই গানটি। সব ভাষার গানটি গেয়েছেন গুরু রানধাওয়ান এবং তুলসি কুমার।